দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি তাদের সর্বাধিক বিক্রিত গাড়ি মারুতি অল্টোর একটি নতুন সংস্করণ চালু করেছে। নতুন সংস্করণটির নাম দেওয়া হয়েছে অল্টো কে১০ সিএনজি। নতুন সংস্করণে খুব বেশি ভ্যারিয়েন্ট লঞ্চ করেনি কোম্পানি। এই গাড়ি লঞ্চ হওয়ার আগে থেকে সাধারণ মানুষের মধ্যে চর্চায় ঢুকে পড়েছিল।
মারুতি সুজুকির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন গাড়িটিতে রয়েছে ৯৯৮ সিসি ৩ সিলিন্ডার ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন। অল্টো কে১০এস গাড়ির ইঞ্জিনটি সিএনজি মোডের সাথে যুক্ত করা হয়েছে যাতে এটি প্রাকৃতিক গ্যাসের সাহায্যে চালানো যায়। এই ইঞ্জিনটি ৫ হাজার ৫০০ আরপিএম-এ ৬৪ বিএইচপি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই ইঞ্জিনটি একটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত। অল্টোর পেট্রোল ভ্যারিয়েন্ট প্রতি লিটারে প্রায় ২৪.৯০ কিলোমিটার মাইলেজ দিতে পারে। নতুন অল্টো কে১০-এস সিএনজি গাড়িটি অন্যান্য গাড়ির চেয়ে বেশি মাইলেজ দেয়।
কোম্পানির দাবি, নতুন সিএনজি গাড়িটি প্রতি কেজি ৩৩.৮৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। যা এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ মাইলেজ দেওয়া গাড়ি বলে দাবি করা যেতে পারে। দিল্লিতে গাড়িটির এক্স শোরুম মূল্য ৫ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন অলটো গাড়িটি গ্রাহকদের পরিবর্তিত ইচ্ছার প্রতি মারুতি সুজুকির অঙ্গীকারকে প্রতিফলিত করে। গত ১৬ বছর ধরে এটি দেশের সর্বাধিক বিক্রিত গাড়ি। নতুন অলটো কে১০এস সিএনজি তার পারফরমেন্স এবং অসাধারণ মাইলেজের ভিত্তিতে আগামী সময়ে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছে কোম্পানি। আসলে আধুনিক নিয়মের কারণে মারুতি সুজুকি অল্টো ৮০০ বন্ধ করতে হয়েছে কোম্পানিকে। তার বদলে এই সিএনজি গাড়ি আসলে কোম্পানির দারুণ বাণিজ্যিক বুদ্ধির প্রতিফলন।