স্মার্টফোনের বাজারে পুরোদমে আলোচনা চলছে জিওর নতুন ফোন সম্পর্কে। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভার দিন নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে। বলা হচ্ছে, আগামী ২৮ আগস্ট বার্ষিক বৈঠকের দিন জিওর নতুন জিওফোন ৫জি ফোন উন্মোচন করা হতে পারে। গুরুত্বপূর্ণ এই দিনের আগেই বেরিয়ে এসেছে একটি বড় তথ্য।
বিআইএস (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) তালিকা প্রকাশ করেছে যে সংস্থাটি দুটি নতুন মডেল নিয়ে কাজ করছে। সুপরিচিত টিপস্টার মুকুল শর্মা এই তালিকাটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন যে নতুন জিও ফোনগুলি বিআইএস সার্টিফিকেশন পেয়েছে। মুকুলের নতুন টুইটে বলা হয়েছে, জিও দুটি নতুন মডেল নিয়ে কাজ করছে। এগুলি হল মডেল নম্বর JBV161W1 এবং JBV162W1। আসন্ন ডিভাইসটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে কিছুই প্রকাশ্যে আসেনি এখনও ।
তবে শোনা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে নতুন জিও ফোন লঞ্চ করা হতে পারে। তাদের সেল কিছুটা সময় নিতে পারে। সম্প্রতি জিও সবচেয়ে সস্তা ৪ জি ফিচার ফোন জিও ভারত ভি ২ লঞ্চ করেছে। এমন পরিস্থিতিতে এই কোম্পানি যে দেশকে সবচেয়ে সস্তার ৫জি ফোনও উপহার দিতে পারে সেটাও বললে ভুল হবে না। এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যে জিওর আসন্ন স্মার্টফোনে এইচডি + রেজোলিউশনসহ ৬.৪ ইঞ্চি আইপিএস ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর থাকতে পারে, যা ৪ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে বাজারে পাওয়া যেতে পারে। ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া থাকতে পারে।

জিও ৫জি ফোনের সম্ভাব্য কিছু ফিচার:-
•৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে
•কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর
•৪ জিবি RAM
•৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
•ডুয়াল রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)
•৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
•অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম
•৫০০০ এমএএইচ ব্যাটারি।







