ভারতে আপনারা নিশ্চয়ই দেশী জুগাড়ের অনেক কীর্তি দেখেছেন, কিন্তু এখন ভারতের বাইরে বিদেশেও দেশি জুগাড়ের চল বাড়ছে। এই প্রতিবেদনে আমরা এক বৃদ্ধের কীর্তির কথা আপনাদের জানাবো। তিনি একজন ইঞ্জিনিয়ার, চীনের বাসিন্দা। ভাঙাচোরা বিভিন্ন পার্টস দিয়ে বানিয়ে ফেলেছেন অদ্ভুত দর্শন এক বাহন। যেটা রাস্তায় চললে সবাই ঘাড় ঘুরিয়ে দেখবে। তার এই কীর্তি দেশী জুগাড়ের লেটেস্ট এবং চমৎকার এক নমুনা। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এটি চীনের একটি শহরের ভিডিও এবং যে বৃদ্ধ এই বাহনটি তৈরি করেছেন তিনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার। গ্যারেজে পড়ে থাকা পুরনো ও অব্যবহৃত যন্ত্রাংশের সাহায্যে ৬ চাকার এই বাহন তৈরি করেছেন তিনি। বাইকটি দেখতে অনেকটা ঘোড়া কিংবা গাধার মতো।
অদ্ভুত দর্শন এই বাহনের পেছনে একটি ছোট মেশিনও লাগিয়ে দিয়েছেন তিনি, যা ইঞ্জিন হিসেবে কাজ করছে। এই বাইকটি একই ইঞ্জিনের সাহায্যে চলতে দেখা যায়। যদিও এটি খুব ধীর গতিতে চলছে, তবে যারা এটি দেখছেন তারা রাস্তায় ঘাড় ঘুরিয়ে নিশ্চয় একবার তাকিয়েছেন। এই বাহনেরর
উপরে বৃদ্ধ ইঞ্জিনিয়ার একটি হ্যান্ডেলও ইনস্টল করেছেন, যা তিনি নিজের হাতে ধরে রেখেছেন। এ ছাড়া নীচে পা রাখার জন্য নিচের প্যাডেস্টলও তৈরি করা হয়েছে। চাকার পরিবর্তে ছোট গোলাকার বল ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে এই বাহন এগিয়ে চলেছে। বর্তমানে @TansuYegen নামে একটি অ্যাকাউন্ট দিয়ে টুইটারে এই ভিডিও টি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা আছে, চীনে ওই প্রকৌশলী জাঙ্ক পণ্য সংগ্রহ করে একটি যান্ত্রিক গাধা তৈরি করেছেন।
🇨🇳 In China, an engineer built and rode a mechanical donkey using spare parts from their garage. 🛠️🐴🚀 pic.twitter.com/8vZmTBL342
— Tansu YEĞEN (@TansuYegen) August 11, 2023







