যদি কোনও ব্যক্তির পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা থাকে এবং মনের জোর থাকে তাহলে কেউ তাকে থামাতে পারে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যারা মাটি কামড়ে পড়ে থাকে তারা সাহসের সাথে যে কোনো পরিস্থিতি মুখোমুখি হয়। কেউ কেউ দুর্ঘটনায় হাত হারানোর পর মুখ বা পা দিয়ে লেখার ক্ষমতা রাখেন, আবার কেউ কেউ আছেন যাদের দৃষ্টি শক্তি না থাকার পরে নিজের সব কাজ নিজেরাই করে থাকেন। হাত, পা না থাকলেও তারা থামতে থামতে রাজি নয়। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
ishivambhati নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘ ওনাদের কুর্ণিশ।’ ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দেশী জুগার পদ্ধতিতে তৈরি একটি গাড়ি চালাচ্ছেন। ব্যক্তির নেই দুটি হাত, কোমরের নীচে নেই দুই পা। তাও তিনি খেটে খাচ্ছেন। বিশেষভাবে ডিজাইন করা গাড়ি নিয়ে শহরের রাস্তায় সমান তালে ছুটতে দেখা যাচ্ছে ভিডিওতে। দেখে মনে হচ্ছে এই গাড়িটি পণ্য ডেলিভারির জন্য ব্যবহার করা হয়। গাড়িটিকে রাস্তার অনেক জনাকীর্ণ এলাকা দিয়ে যেতে দেখা গিয়েছে
View this post on Instagram
এই ভিডিওটি এখনও পর্যন্ত পঁচিশ হাজার মানুষ লাইক করেছেন। একই সঙ্গে এমন একটি ভিডিও দেখে নেটিজেনরা স্তম্ভিত। নেট পাড়ার অনেকেই আছেন যারা খোলাখুলিভাবে এই ব্যক্তির সাহসের প্রশংসা করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘বলা হয়, যাদের হাত, পা রয়েছে তারা যে কোনো কিছু করতে পারে। কিন্তু এই ব্যক্তির আবেগ হৃদয় ছুঁয়ে যাওয়া মতো। কোনো কাজই অসম্ভব নয়।’







