কথা রাখলেন আকাশ আম্বানি, শীঘ্রই দেশবাসীর জন্য সুখবর দিতে চলেছে রিলায়েন্স পরিবার

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি তথা এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও এবার তাদের গ্রাহকদের জন্য বড় সুখবর আনতে চলেছে। রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি তথা এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও এবার তাদের গ্রাহকদের জন্য বড় সুখবর আনতে চলেছে। রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান আকাশ আম্বানি নির্দিষ্ট সময় অতিক্রম করার আগেই বিশেষ সংবাদটি প্রকাশ করেছেন। আকাশ আম্বানি এবং মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইনফোকম ভারতে 88,078 কোটি টাকায় 5G স্পেকট্রাম নিশ্চিত করেছে। অর্থাৎ এবার থেকে ভারতের প্রত্যেকটি কোণায় 5G নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতের অভ্যন্তরে যে কয়টি টেলিকমিউনিকেশন কোম্পানি সেবা প্রদান করছে, তার মধ্যে রিলায়েন্স জিও অন্যতম। যার 5G নেটওয়ার্ক সিস্টেম অন্যান্য কোম্পানির তুলনায় বেশ দ্রুত। উল্লেখ্য, বর্তমানে Jio-র 22টি সার্কেলের প্রতিটিতে মিলিমিটার ওয়েভ ব্যান্ডে (26 GHz) 1,000 MHz রয়েছে, যা উচ্চ মানের স্ট্রিমিং প্রদান করছে। যার ফলে গ্রাহকরা দিনের পর দিন নির্ভরশীল হয়ে পড়ছে এই নেটওয়ার্ক সিস্টেমের উপর।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতে প্রায় 40 কোটি মানুষ Jio নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন। উল্লেখ্য, রিলায়েন্স জিও গত মাসে টেলিকম বিভাগে (DoT) তার লঞ্চের সমস্ত বিবরণ জমা দিয়েছে। এদিকে, রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, আমরা কেন্দ্রীয় সরকার এবং 1.4 বিলিয়ন ভারতীয়দের কথা দিয়েছিলাম খুব শীঘ্রই 5G নেটওয়ার্কের আওতা ভুক্ত করব। নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা সেই কথা রাখতে পেরেছি। বর্তমানে ভারতে 714টি জেলায় আমরা 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করেছি। চলতি বছর শেষ হওয়ার পূর্বে আমরা ভারতের প্রত্যেকটি জেলাকে এই পরিষেবার আওতায় আনতে পারব বলে বিশ্বাস করি।

Advertisements