2014 সালে ভারতের বাজারে দুর্দান্ত এই হ্যাচব্যাকটি লঞ্চ করেছিল মারুতি সুজুকি। আর বাজারে লঞ্চ হওয়ার পর থেকে একের পর এক ইউনিট বিক্রি হয়েছে মারুতির এই জনপ্রিয় গাড়িটি। জানলে অবাক হবেন, Maruti Suzuki Celerio হ্যাচব্যাকটি কিনতে হলে কোন প্রকার অর্থ প্রদান করতে হবে না আপনাকে। মারুতির যে কোন শোরুম থেকে বিনা টাকা ইনভেস্ট করে আজকেই ঘরে তুলতে পারবেন জনপ্রিয় এই হ্যাচব্যাকটি। তবে দুর্দান্ত এই অফারটি সম্পর্কে জেনে নেওয়ার পূর্বে চলুন গাড়িটির অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক-
নতুন জেনারেশনের এই দুর্দান্ত হ্যাচব্যাকটির ইঞ্জিনের ক্ষেত্রে কেবলমাত্র একটি অপশন রাখা হয়েছে। সেটি হল K10C, একটি 3cyl মোটর, যা 998cc ডিসপ্লেস করতে সক্ষম। শক্তিশালী এই ইঞ্জিনটি 65bhp এবং 89Nm পর্যন্ত টর্ক দিতে সক্ষম বলেও জানিয়েছে সংস্থাটি। জানলে অবাক হবেন, শক্তিশালী এই সুপার গাড়িটি লিটার প্রতি তেলে 24.57 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
সেফটির কথা বিচার করতে গেলে এই নতুন মারুতি সুজ়ুকি সেলেরিও মডেলে থাকছে ডুয়াল এয়ারব্যাগস, এবিএস, রিভার্স পার্কিং সেন্সর-সহ একাধিক আকর্ষণীয় ফিচার। পাশাপাশি ডিজিটাল কনসোল ডিসপ্লে, ফুয়েল ডউজ় এবং ওডো, স্টিয়ারং হুইলে অডিও সিস্টেম এবং ব্লুটুথ কন্ট্রোলের মত অত্যাধুনিক সুবিধাও দেখতে পাবেন গাড়িটিতে।
এবার যদি গাড়িটির বিক্রয় মূল্যের কথা বলি তবে আপনি জানলে অবাক হবেন যে, দুর্দান্ত এই হ্যাচব্যাকটির অন রোড মূল্য মাত্র 5,90,316। যা আপনি শো-রুম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে নিয়ে আসতে পারেন। অবশ্য এর জন্য আপনাকে 7 বছরের মাসিক কিস্তি প্রদান করতে হবে। যেখানে 8 শতাংশ সুদে মাসিক 9,201 টাকার সহজ কিস্তিতে পরিশোধ করতে হবে গাড়িটির মূল্য।







