চমকপ্রদ অনুষ্ঠানের মাধ্যমে গত মঙ্গলবার লঞ্চ হয়ে গেল হিরো কারিশমা। মূলত তরুণ প্রজন্মের বাইকপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে এই বাইক লঞ্চ করেছে গাড়ি নির্মাণ সংস্থা। বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল যে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে হিরো কারিশমা। অবশেষে সমস্ত জল্পনার অবসান গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের হার্ট বিট এসে গেল ভারতের বাজারে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Hero Karizma XMR 210cc বাইকের দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-
শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, হিরোর নতুন এই স্পোর্টস বাইক তিনটি কালারের উপলব্ধ রয়েছে ভারতের বাজারে। আপনারা চাইলে লাল, কালো অথবা হলুদ কালার অপশন বেছে নিতে পারেন। এবার যদি শক্তিশালী এই বাইকের ইঞ্জিনের কথা বলি, তবে এই মোটরসাইকেলে থাকছে 210 সিসি 4 ভালভ লিকুইড কুল্ড DOHC ইঞ্জিন সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন সর্বোচ্চ 25.5 পিএস শক্তি এবং 20.4 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। জানলে অবাক হবেন, 32.8 কিলোমিটার মাইলেজ যুক্ত এই বাইকটি সর্বোচ্চ 143 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম।
এছাড়া যদি শক্তিশালী এই বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই মোটরসাইকেলে থাকছে 6 স্টেপ মনোশক সাসপেনশন, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, অ্যাডজাস্টেবেল উইন্ডশিল্ড, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মত ফির্চাস। জানলে অবাক হবেন, এটাই ভারতের বাজারে হিরোর সবচেয়ে অত্যাধুনিক গাড়ি হতে চলেছে। যদি তরুণদের হার্টবিট অর্থাৎ হিরো কারিশমার দামের কথা বলি, তবে এক্স শোরুমে এই গাড়িটির বিক্রয় মূল্য 1,72,900 টাকা রাখা হয়েছে।