কত দিন ফ্রি-তে ব্যবহার করা যাবে 5G সার্ভিস? বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সেক্টর রিলায়েন্স জিও এবার গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে আসতে চলেছে। সারাদেশে একত্রে ঘোষণা হতে চলেছে 5G সার্ভিস প্যাকেজ। আজ্ঞে হ্যাঁ, 2022…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সেক্টর রিলায়েন্স জিও এবার গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে আসতে চলেছে। সারাদেশে একত্রে ঘোষণা হতে চলেছে 5G সার্ভিস প্যাকেজ। আজ্ঞে হ্যাঁ, 2022 সালে দুর্গা পুজোতে 5G নেটওয়ার্ক সার্ভিস চালু করা হলেও এখনও পর্যন্ত কোনো রকম রিচার্জ প্ল্যান ঘোষণা করেনি সংস্থাটি। প্রায় এক বছর ধরে 4G রিচার্জ প্ল্যানে 5G নেটওয়ার্ক সার্ভিস ব্যবহার করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। তবে এবার সেই সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন দেশের কোটি কোটি মানুষ। কারণ, সংস্থাটির কর্ণধর মুকেশ আম্বানি আসন্ন দিনে 5G সার্ভিস ব্যবহার করার জন্য নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করতে চলেছে।

Advertisements

আসলে 28শে আগস্ট Reliance কোম্পানি (RIL)-এর 46তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) বা বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেই সভাতে 5G নেটওয়ার্ক সার্ভিস নিয়ে বড়সড় ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন মুকেশ আম্বানি। তিনি এদিন বলেন, দেশের প্রায় সমস্ত বড় বড় শহরগুলোকে 5G নেটওয়ার্ক সার্ভিসের আওতায় আনার কাজ প্রায় 96 শতাংশ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে শহর গুলিকে সম্পূর্ণরূপে 5G নেটওয়ার্ক সার্ভিসের আওতায় আনার জন্য দিন রাত কাজ করছেন কর্মকর্তারা। এই কাজটি সম্পন্ন হলেই সারাদেশে 5G নেটওয়ার্ক সার্ভিসের জন্য আলাদা রিচার্জ প্ল্যান ঘোষণা করা হবে।

Advertisements

মুকেশ আম্বানির এমন ভবিষ্যৎবাণীর পর সংশয়ের সৃষ্টি হতে চলেছে Jio ব্যবহারকারীদের মনে। তবে কি আর ফ্রিতে 5G নেটওয়ার্ক সার্ভিস গ্রহণ করতে পারবেন না তারা? এমন প্রশ্নে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, 1লা সেপ্টেম্বর 2022 সাল থেকে সম্পূর্ণ ফ্রিতে 5G পরিষেবা গ্রহণ করছেন দেশের কোটি কোটি মানুষ। তবে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরে 5G সার্ভিস নিয়ে বড় ঘোষণা করতে পারে রিলায়েন্স জিও। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই 5G সার্ভিসের জন্য একাধিক প্রিপেইড প্ল্যান ঘোষণা করতে পারে সংস্থাটি।

Advertisements