কাঁচের মতো ঝকঝকে ছবি উঠবে এই ফোনে, সঙ্গে একাধিক আকর্ষণীয় ফিচার, বাজার গরম করবে Nokia XR21

নকিয়ার শক্তিশালী স্মার্টফোনটি নিয়ে সম্প্রতি খুব আলোচনা হচ্ছে। বলা হচ্ছে Nokia XR21 দুর্দান্ত স্মার্টফোনের ভেতরে আপনি একাধিক ফিচার দেখতে পাবেন। আপনিও যদি এমন শক্তিশালী স্মার্টফোন…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নকিয়ার শক্তিশালী স্মার্টফোনটি নিয়ে সম্প্রতি খুব আলোচনা হচ্ছে। বলা হচ্ছে Nokia XR21 দুর্দান্ত স্মার্টফোনের ভেতরে আপনি একাধিক ফিচার দেখতে পাবেন। আপনিও যদি এমন শক্তিশালী স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই জানতে পারবেন নকিয়ার এই দুর্দান্ত স্মার্টফোনটি শীঘ্রই বাজারে আসছে।

Advertisements

Nokia XR21 বাজারে ৬ জিবি RAM + ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এই স্মার্টফোনটি ৫জি সিম সাপোর্টের সাথে পাওয়া যাবে। এতে আপনি শক্তিশালী ক্যামেরা কোয়ালিটির সাথে একাধিক উন্নত ফিচার দেখতে পাবেন। আপনিও যদি এটি কিনতে চান তবে সম্পূর্ণ তথ্যের জন্য শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন।

Advertisements

Nokia XR21

Nokia XR21 স্মার্টফোনের ভেতরে অ্যান্ড্রয়েড ভি১২ অপারেটিং সিস্টেমের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দেখতে পাবেন। মোবাইলের RAM ও ইন্টারনাল স্টোরেজের কথা বলতে গেলে এই শক্তিশালী স্মার্টফোনটির ভিতরে ৬ জিবি RAM অপশন পাবেন। এ ছাড়া দারুণ এই স্মার্টফোনে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোনে আপনি ৬.৪৯ ইঞ্চি (১৬.৪৮ সেমি) আইপিএসএলসিডি দেখতে পাবেন, আর এই স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস, গ্লাস ভিক্টাস প্রোটেকশন পেতে চলেছেন। এই দুর্দান্ত স্মার্টফোনের ভিতরে আপনি ৩৩ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সুবিধা সহ ৪৮০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি দেখতে পাবেন। বলা হচ্ছে এতে ব্লুটুথ ওয়াইফাই এর মতো ফিচারও সহজেই পাওয়া যাবে এবং এটি একটি ৫জি ফোন যাতে আপনি ৫জি সিম সাপোর্টও পাবেন।

নকিয়ার এই দুর্দান্ত স্মার্টফোনে থাকছে শক্তিশালী ক্যামেরা কোয়ালিটি। কোম্পানি দিচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মূল ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা দেখতে পাবেন।

Advertisements