মেয়েরা যেমন গয়না পছন্দ করেন ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে কিন্তু বেশ সুন্দর সুন্দর বাইক। আর নতুন বছরে সেই বাইকের খোঁজ দিতে আমরা এসে গেছি। নতুন বছরের শুরু থেকেই কিন্তু বাইক আর চার চাকা কেনার একটা ধুম শুরু হয়ে গেছে, সকলের মধ্যেই কিন্তু এর দাম বেশ বাড়ন্ত। ব্রিটিশ বাইক নির্মাতা ট্রিউম্ফ গত বছরের জুলাইতেই একটা অসাধারণ ধামাকেদার খবর শুনিয়েছিল যেখানে দেখা গিয়েছিল বাজাজ এর সঙ্গে তারা জুটি বেঁধে ছিল এবং নিয়ে এসেছিল Speed 400. দামেও তারা রীতি মতন আলোরন ফেলে দিয়েছিল প্রিমিয়াম মোটরসাইকেলের নির্মাতা হিসাবে প্রসিদ্ধ এই কোম্পানির ভারতে মাত্র দু লক্ষ তেইশ হাজার টাকায় লঞ্চ করেছিল অসাধারণ এই বাইকটি। তবে এই দাম প্রথম কয়েক মাসের জন্যই ছিল।
Triumph Speed 400: নতুন দাম-
Bajaj Auto-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ উদ্যোগে ভারতে নিজেদের এন্ট্রি লেভেল মোটরসাইকেল লঞ্চ করেছিল ট্রায়াম্ফ। কিন্তু এর দাম শুনে সকলে কিন্তু রীতিমতোই অবাক হয়ে গিয়েছিল এর প্রারম্ভিক মূল্য ছিল দু’লক্ষ তেইশ হাজার টাকা। বছরের শেষে কিন্তু এক লাফের প্রায় দশ হাজার টাকা বেড়ে গেছে। এখন এই বাইকটির দাম ২ লক্ষ ৩৩ হাজার টাকা।
যদি পারফরমেন্সের কথা বলতে হয়, তাহলে বাইকটিতে ৩৯৮ সিসির লিকুইড কুল ইঞ্জিন রয়েছে। যা থেকে পাওয়া পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৩৯.৫ বিএইচপি এবং ৩৭.৫ এনএম। সাথে আছে সিক্স স্পিড গিয়ার বক্স। হাইব্রিড স্পাইন পেরিমিটার এবং টিউবুলার ফ্রেম এর উপর তৈরি করা Speed 400-তে সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে উল্টানো ফর্ক ও পিছনে রয়েছে মনোশক অ্যাবজর্ভার।
এছাড়া, সামনে ও পিছনে দু দিকেই আছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেক। ফিচার্সের তালিকায় নজর দিলে দেখা যাবে ফুল এলইডি লাইটিং, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রাইড-বাই-ওয়্যার থ্রোটেল, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডুয়েল চ্যানেল এবিএস। ১৭ ইঞ্চির হুইল সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক বর্তমান।