কাজের মেয়ের প্রতি আকৃষ্ট বাড়ির দুই পুরুষ, দেখে ফেলে বৌদি! শেষ পর্যন্ত মারাত্মক ঘটনা, টানটান ভিডিও

ইন্টারনেট জগতে বিনোদনের কোনো অভাব নেই। যে যেটা খুঁজবেন সেটাই পাবেন সার্চ রেজাল্টে। সম্প্রতি নেট দুনিয়ায় বেড়েছে সাহসী ওয়েব সিরিজের চাহিদা। সেই সুযোগে গজিয়ে উঠেছে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ইন্টারনেট জগতে বিনোদনের কোনো অভাব নেই। যে যেটা খুঁজবেন সেটাই পাবেন সার্চ রেজাল্টে। সম্প্রতি নেট দুনিয়ায় বেড়েছে সাহসী ওয়েব সিরিজের চাহিদা। সেই সুযোগে গজিয়ে উঠেছে একের পর এক OTT প্ল্যাটফর্ম। বড়দের বিনোদনের জন্য যেমন এরকম প্রচুর ওয়েব সিরিজ রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু শর্ট ফিল্ম।

Advertisements

সময়ে সময়ে আলোচনায় ঢুকে পড়ে এ ধরণের কিছু শার্ট ফিল্ম যেগুলো সবার সঙ্গে দেখার মতো নয়। হিন্দি ভাষায় যে এরকম অনেক কনটেন্ট রয়েছে সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। হিন্দি ভাষার পাশাপাশি অন্য অনেক ভাষায় শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজের জনপ্রিয়তা রয়েছে। তবে এই প্রতিবেদনে যে ভিডিও নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হিন্দি ভাষায় করা হয়েছে। গল্প আবর্তিত হয়েছে এক কাজের মেয়েকে কেন্দ্র করে।

Advertisements

ভিডিওতে দেখানো হয়েছে একাধিক বেডরুম দৃশ্য। একটি বাড়ির কয়েক জন সদস্যের মধ্যে ঘোরাফেরা করেছে গল্প। কেন্দ্র বিন্দুতে অল্প বয়সী কাজের মেয়ে। যার প্রেমে হাবুডুবু বাড়ির ছোটো ছেলে। বিষয়টা জানত তার বৌদি। কিন্তু বৌদি এটা জানতো না যে তার স্বামীও ওই কাজের মেয়ের প্রতি আকৃষ্ট। শেষ পর্যন্ত খুন হতে হয় কাজের মেয়েটিকে। কে খুব করল তাকে? টানটান সাসপেন্স রেখে এগিয়েছে গল্প। ভিডিওর একেবারে শেষের দিকে প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে আসল অপরাধীকে।

Advertisements