এবার ভারতের বাজারে গাড়ি নির্মাণ কোম্পানি TVS এবং Hero-র অহংকার ভাঙতে বিরাট পদক্ষেপ গ্রহণ করল Honda। সম্প্রতি ইন্দোনেশিয়ার বাজারে নিজেদের অত্যাধুনিক স্কুটার লঞ্চ করেছে হোন্ডা। তারপর থেকে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে বাকি কোম্পানির কর্মকর্তাদের কপালে। কারণ হোন্ডার নতুন এই স্কুটারটি বাজারে লঞ্চ করা হয়েছে একাধিক চোখ ধাঁধানো ফির্চাসের সংমিশ্রণে। যা ইতিমধ্যে বেশ পছন্দ করতে শুরু করেছেন গ্রাহকরা।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি PCX 160cc নামে দামদার স্কুটার লঞ্চ করেছে Honda। যার চোখ ধাঁধানো বৈশিষ্ট্যৈর কারণে ইতিমধ্যে ইন্দোনেশিয়ার বাজারে চাহিদা বেড়েই চলেছে। যদি দুর্দান্ত এই স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই স্কুটারে আপনি 160cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন। যা 16 bhp শক্তির পাশাপাশি 14 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। বর্তমানে দুটি অপশনে এই স্কুটারটি বিক্রি করা হচ্ছে। আপনি চাইলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা অ্যান্টি ব্লকিং সিস্টেম বেছে নিতে পারেন।
যদি শক্তিশালী এই স্কুটারের ডিজিটাল বৈশিষ্ট্যের কথা বলি, তবে এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কন্সোল, ট্রিপমিটার, ফ্যুয়েল লেভেল ইন্ডিকেটর, সিট লক, USB চার্জিং পোর্ট, ওয়েদার আপডেটের মত দুর্দান্ত ফির্চাস লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়, শক্তিশালী এই স্কুটারটিতে গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে ডিক্স ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে।
তবে কবে এই শক্তিশালী স্কুটারটি ভারতের বাজারে লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ্যে আনেনি Honda। মনে করা হচ্ছে, 2024 সালের প্রথমদিকে ভারতের বাজারে উপলব্ধ হতে পারে PCX 160cc স্কুটার। যা বিক্রির জন্য 1.8 মিলিয়ন দাম ধার্য করা হতে পারে।