এবার বোঝা যাবে কার কতো দম, বাজারে আসার আগেই ঝড় তুলেছে Hero Xtreme 160R 4V

লঞ্চ হওয়ার আগে প্রবলভাবে ঢুকে পড়েছে আলোচনায়। বাজারে ঝড় তোলার জন্য তৈরি হচ্ছে Hero Xtreme 160R 4V। এখন থেকে অনুমান করা হচ্ছে, বাজারে এবার জোর…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

লঞ্চ হওয়ার আগে প্রবলভাবে ঢুকে পড়েছে আলোচনায়। বাজারে ঝড় তোলার জন্য তৈরি হচ্ছে Hero Xtreme 160R 4V। এখন থেকে অনুমান করা হচ্ছে, বাজারে এবার জোর ধাক্কা খেতে চলেছে Bajaj Pulsar NS160। এবার বোঝা যাবে আসল হিরো কে। হিরোর নতুন এই বাইকে রয়েছে দারুণ কিছু ফিচার, শক্তিশালী ইঞ্জিনও। সেফটির দিকেও নজর দিয়েছে কোম্পানি।

Advertisements

Hero Xtreme 160R 4V বাইকটিতে একটি চার ভালভ হেড রয়েছে। এই বাইকটিতে আপনি অয়েল কুল্ড ইঞ্জিন টেকনোলজি পাবেন। বাইকে দেওয়া রয়েছে ১৬৩ সিসির শক্তিশালী ইঞ্জিন। ৮,৫০০ আরপিএম-এ ১৬.৬ বিএইচপি সর্বোচ্চ পিক পাওয়ার উৎপন্ন করার ক্ষমতা রাখে বাইকটি। এতে আপনি পাবেন ৫ স্পিড গিয়ারবক্স।

Advertisements

নজর কাড়া আসন্ন বাইকটিতে ফোর্ক এবং পিছনে প্রি-লোড অ্যাডজাস্টবিলিটি শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এক্সট্রিম ১৬০আর ৪ভি বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ডিস্ক বা ড্রাম ব্রেকের অপশন রয়েছে। আসলে এই বাইকটিতে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। শুধু তাই নয়, বড় আকারের ফুয়েল ট্যাঙ্ক এবং স্প্লিট সিট সহ একটি মসৃণ টেল সেকশন বাইকের অন্যতম আকর্ষনের জায়গা। এতে আপনি তিনটি ভিন্ন রঙ দেখতে পাবেন। এতে পাবেন নিয়ন নাইট স্টার, ম্যাট স্লেট ব্ল্যাক এবং ব্লেজিং স্পোর্টস লাল রঙের অপশন। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও পাওয়া যাবে এই বাইকটিতে।

Bajaj Pulsar NS 160

লঞ্চ হওয়ার আগেই বাজাজের নতুন এই বাইক নিয়ে যে হারে আলোচনা চলছে সেটা উল্লেখযোগ্য। সম্প্রতি সময়ে Bajaj Pulsar NS160 মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এবার তাকে টেক্কা দেবে Hero Xtreme 160R 4V।

Advertisements