বুলেটকেও ফুঁড়ে দেবে বাজাজের এই বাইক, লুক ও ফিচারের সঙ্গে কিলার কম্বিনেশন

একটা বাইক থাকলে মন্দ হয় না। কিন্তু বাইক কেনার জন্য চাই ভালো বাজেট। পর্যাপ্ত অর্থ থাকলেও সেই বাজেটের মধ্যে পছন্দ মতো বাইক হয়তো অনেকেই পান…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

একটা বাইক থাকলে মন্দ হয় না। কিন্তু বাইক কেনার জন্য চাই ভালো বাজেট। পর্যাপ্ত অর্থ থাকলেও সেই বাজেটের মধ্যে পছন্দ মতো বাইক হয়তো অনেকেই পান না। হয়তো লুক পছন্দ হল না কিংবা বাইকে ভালো ফিচার নেই। এই সমস্যা দূর করতে এগিয়ে এসেছে বাজাজ। বাজেটের মধ্যে লুক এবং ফিচার দুটোই যাতে গ্রাহক পান সে জন্য তারা বাজারে এনেছে নতুন একটি বাইক।

Advertisements

বাজাজ কোম্পানি বুলেটের সাথে প্রতিযোগিতা করার জন্য আধুনিক প্রযুক্তির বাজাজ ডোমিনার ২৫০ লঞ্চ করেছে সম্প্রতি। সকলের কথা মাথায় রেখে বাইকের দাম কম রাখা হয়েছে। আকর্ষণীয় ডিজাইনের জন্য পরিচিত এই বাইকটিতে লম্বা সিট এবং বুলেটের মতো আকর্ষণীয় ডিজাইন পাওয়া যায়। বাজাজ ডোমিনার ২৫০-তে রয়েছে ফুল এলইডি লাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টুইন ব্যারেল এক্সজস্ট, অভিনব চেহারার আয়নার স্টল, টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং স্প্লিট সিট। এছাড়াও বাইকটিতে রয়েছে রিয়ার মনো শক, উভয় চাকায় ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস।

Advertisements

বাজাজ ডোমিনার ২৫০ কেটিএম ২৫০ ডিউকের অনুরূপ ২৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুল্ড ডিওএইচসি, চারbভালভ ইঞ্জিন দ্বারা চালিত। ইঞ্জিনটি ৮ হাজার ৫০০ আরপিএম-এ ২৬.৬ বিএইচপি এবং ৬,৫০০ আরপিএম-এ ২৩.৫ এনএম টর্ক উৎপাদন করার ব্যাপারে পারদর্শী। এই ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়েছে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

Bajaj Dominar 250

০-১০০ কিমি প্রতি ঘন্টা গতি ধরতে সময় লাগে ১০.৫ সেকেন্ড। বাইকের সর্বোচ্চ গতি ১৩২ কিমি ঘন্টা বলে জানা গিয়েছে । এটি ভারতীয় বাজারে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়। ভারতীয় বাজারে এক বাইকের প্রতিদ্বন্দ্বী বুলেট, যার দাম প্রায় ৩ লক্ষ টাকা।

Advertisements