মাত্র ২৫ পয়সা! পালসারের মতো দেখতে এই বাইকের মাইলেজ ১৫০ কিলোমিটার

হপ ওএক্সও একটি নতুন বৈদ্যুতিক বাইক যা দেখতে অনেকটা বাজাজ পালসারের মতো। সংস্থার দাবি, এই ইলেকট্রিক বাইক চালাতে খরচ হবে মাত্র ২৫ পয়সা। সম্প্রতি লঞ্চ…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

হপ ওএক্সও একটি নতুন বৈদ্যুতিক বাইক যা দেখতে অনেকটা বাজাজ পালসারের মতো। সংস্থার দাবি, এই ইলেকট্রিক বাইক চালাতে খরচ হবে মাত্র ২৫ পয়সা। সম্প্রতি লঞ্চ হওয়া হোম অক্সো ফুল চার্জে ১৫০ কিলোমিটার চলে।

Advertisements

বাজাজ পালসারের মতো দেখতে একটি নতুন বৈদ্যুতিক বাইক ভারতীয় বৈদ্যুতিক টু-হুইলার সেগমেন্টে প্রবেশ করেছে। হায়দরাবাদে তেলেঙ্গানা সরকারের ই-মোটর শোতে হপ ওএক্সও চালু করেছে বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা হোপ ইলেকট্রিক। নতুন এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুম দাম ১.৫৬ লক্ষ টাকা থেকে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত। টোয়াইলাইট গ্রে, ক্যান্ডি রেড, ম্যাগনেটিক ব্লু, ইলেকট্রিক ইয়েলো এবং ট্রু ব্ল্যাক এই মোট ৫টি কালার অপশনে বাজারে এসেছে হোপের নতুন ইলেকট্রিক বাইকটি। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বলছে, প্রো প্যাকেজের ফিচারগুলো শর্তাবলীর আওতায় অন্তর্ভুক্ত করা হবে। হোপ অক্সো একটি 3.75kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক পাবে।

Advertisements

Bajaj Pulsar Electric

৩.৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকের ক্ষমতাসম্পন্ন এই ইলেকট্রিক বাইকটি একবার ফুল চার্জ দিলে ১৩৫ কিলোমিটার থেকে ১৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এটি একটি বিএলডিসি মোটর ব্যবহার করে। হপ অক্সোর টপ স্পিড ৯০-৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। একটি ইলেকট্রিক বাইক ০-৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করা হয়েছে, এই ইলেকট্রিক বাইক চালাতে কিলোমিটার প্রতি খরচ হবে ২৫ পয়সা।

ইকো, পাওয়ার, স্পোর্ট এবং রিভার্স এই চারটি রাইডিং মোড পাবেন গ্রাহকরা। বাইকটিতে রয়েছে ৫ ইঞ্চি স্মার্ট এলসিডি ডিসপ্লে, সঙ্গে ৪জি এলটিই এবং মোবাইল অ্যাপ কানেক্টিভিটি। আপনি যদি এই বাইকটি কিনতে আগ্রহী হন তবে আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি বুক করতে পারেন। নিরাপত্তার জন্য এতে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, কানেক্টেড ফিচার এবং রাগড চেসিসসহ ডুয়াল ডিস্ক সিবিএসের মতো ফিচার রয়েছে।

Advertisements