Toyota Maruti একসঙ্গে, এই গাড়ি নিয়ে এখন থেকেই এতো আলোচনা

পার্টনারশিপ করেছে টয়োটা মারুতি। এই খবর এখন সবার জানা। তারা মিলে একই প্ল্যাটফর্মে অনেকগুলো গাড়ি তৈরি করেছে। এবার ২০২৪ সালের প্রথম গাড়ি লঞ্চ করতে চলেছে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

পার্টনারশিপ করেছে টয়োটা মারুতি। এই খবর এখন সবার জানা। তারা মিলে একই প্ল্যাটফর্মে অনেকগুলো গাড়ি তৈরি করেছে। এবার ২০২৪ সালের প্রথম গাড়ি লঞ্চ করতে চলেছে টয়োটা।

Advertisements

এটি Toyota Fronx এর নতুন সংস্করণ হতে চলেছে। তবে এ বিষয়ে টয়োটার পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। তবে এ বছরই নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। টয়োটা ফ্রনক্সের ওজনে অনেক পরিবর্তন এনেছে টয়োটা। বদলেছে এর লুকও। এতে নতুন হেডল্যাম্প, স্লিক ডিআরএল এবং রিফ্রেশ রেট বাম্পার দেওয়া যেতে পারে। এর সাইড প্রোফাইল একই হবে তবে এর অ্যালয় হুইল ভিন্ন হতে পারে। রিয়ার বাম্পারকেও নতুন লুক দেওয়া হবে।

Advertisements

Toyota Fronx

ইন্টেরিয়রের কথা বললে, এতে ৯ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, হেড আপ ডিসপ্লে, পাওয়ার উইন্ডো, অটো এসির মতো বৈশিষ্ট্য থাকবে। টয়োটা সিদ্ধান্ত নিয়েছিল যে এটি ২০২৩ সালের শেষের দিকে Toyota Taisor

চালু করবে। তবে অভ্যন্তরীণ কারণে তা স্থগিত করা হয়। এটি 8.66 লক্ষ টাকা থেকে শুরু হবে এবং 15.37 লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে বিক্রি হবে। এ ছাড়া টয়োটার ইঞ্জিন মারুতির থেকেও বেশি শক্তিশালী। তবে ইঞ্জিনটি টয়োটা না মারুতির তা নিশ্চিত হওয়া যায়নি। তাই দেখতে হবে লঞ্চের পর গ্রাহকদের সাড়া কেমন হতে পারে।

Advertisements