আর নয় অপেক্ষা, এবার মাত্র ২০০০ টাকায় ঘরে আনুন স্বপ্নের ইলেকট্রিক গাড়ি

বর্তমানে দেশে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে রীতিমতো ধৈর্যের বাঁধ ভাঙছে সাধারণ মানুষদের। নতুন গাড়ি ক্রয় করা তো দূরে থাক, গাড়ি চালানোর কথা ভাবলেই ভয়ে আঁতকে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে দেশে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে রীতিমতো ধৈর্যের বাঁধ ভাঙছে সাধারণ মানুষদের। নতুন গাড়ি ক্রয় করা তো দূরে থাক, গাড়ি চালানোর কথা ভাবলেই ভয়ে আঁতকে উঠছেন তারা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য দ্বিতীয় বিকল্প রাস্তা খুলে দিয়েছে ইলেকট্রিক গাড়ি। স্বল্প খরচে যাত্রা করা সম্ভব বলে বিগত এক বছরে ইলেকট্রিক গাড়ির বিক্রয় বেড়েছে চোখে পড়ার মতো। আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন একটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি ক্রয় করতে আপনাকে ব্যয় করতে হবে মাত্র 2000 টাকা।

Advertisements

আজ্ঞে হ্যাঁ, PMV ইলেকট্রিক গাড়ি আপনাদের জন্য এই সুযোগ নিয়ে এসেছে। আপনি চাইলে মাত্র 2000 টাকায় বুকিং করতে পারবেন গাড়িটি। সম্প্রতি চালু হওয়া মুম্বাই ওয়েস্ট স্টার্টআপ ব্যক্তিগত মোবাইল টিভি গাড়ির আকর্ষণীয় প্ল্যানের অধীনে এই বৈদ্যুতিক গাড়িটিকে মাত্র 95,800 টাকার ডাউন পেমেন্টে বাড়িতে আনার সুযোগ দিচ্ছে। এর পর অবশিষ্ট টাকা সহজ সুদে মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন আপনি।

Advertisements

সহজ কিস্তি সম্পর্কে জানার আগে চলুন জেনে নেওয়া যাক গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে। জানলে অবাক হবেন, ছোট্ট এই ইলেকট্রিক গাড়িটিতে ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ইউএসবি চার্জিং পোর্ট, এয়ার কন্ডিশনার, রিমোট কীলেস এন্ট্রি এবং রিমোট পার্ক অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল এবং এয়ারব্যাগের মতো সুবিধা প্রদান করেছে কোম্পানিটি। তাছাড়া গাড়িটির তিন রকম ব্যাটারি ব্যাকআপের সুবিধে রেখেছে PMV। এটি এক চার্জে সর্বোচ্চ 200 কিলোমিটার এবং সর্বনিম্ন 120 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

এবার যদি গাড়িটির দামের কথা বলি, তবে অন রোড আপনি গাড়িটি মাত্র 4.79 লাখ টাকায় ক্রয় করতে পারবেন। যা মাত্র 95,800 টাকার ডাউন পেমেন্টে বাড়ি নিয়ে আসতে পারবেন আপনি। এরপর বাকি টাকা 5 বছরের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন। যেখানে মাসিক কিস্তিতে আপনাকে মাত্র 7,770 টাকার EMI প্রদান করতে হবে।

Advertisements