অনেকেই এখন চাকরির দিকে না গিয়ে ব্যবসার কথা ভাবছেন। কিন্তু কোন ব্যবসা শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আবার এমন অনেকে রয়েছেন যারা ব্যবসা শুরু করার পরে যতটা আশা করেছিলেন ততটা লাভ করতে পারেননি। আসলে এমন জিনিসের ব্যবসা শুরু করার উচিৎ যেটার প্রতি বাজারে চাহিদা রয়েছে এবং দীর্ঘ দিন ব্যবসা চালানো যাবে। আরো একটা বিষয় অনেকের মাথায় ঘোরে, সেটা হল ব্যবসা শুরু করার জন্য কতো খরচ পড়বে।
সবার পক্ষে বেশি টাকা খরচ করে ব্যবসা শুরু করা সম্ভব হয় না। তাই অনেকে এমন ব্যবসার সন্ধানে থাকেন যেটা কম বিনিয়োগের মাধ্যমে শুরু করা যায়। আজ আমরা এমন একটা ব্যবসার করা বলবো যেটা আপনি শুরু করতে পারেন মাত্র ৯ হাজার টাকার মধ্যে। হ্যাঁ, ৯ হাজার টাকার কম খরচ করেও ব্যবসা শুরু করা সম্ভব। ব্যবসা দাঁড়িয়ে গেলে দিনে কামাবেন ৫ হাজার টাকা। আমরা বলছি Floor Cleaning Mop বিজনেসের কথা।
Floor Cleaning Mop বিজনেস:-
•কম বিনিয়োগে শুরু করা যায়।
•লাভের হার খুব বেশি।
•বাজারে চাহিদা থাকে সব সময়।

প্রথমে আপনাকে কিছু কাঁচা মাল কিনতে হবে। এক পেটি কাঁচা মাল কিনলেই ব্যবসা শুরু করতে পারবেন। এই এক পেটির দাম ৯ হাজার টাকার মধ্যে। বক্সের মধ্যে পাবেন Floor Cleaning Mop তৈরি করার ১০০ পিস উপকরণ। সেগুলো যুক্ত করতে পারলেই তৈরি হয়ে যাবে আপনার প্রোডাক্ট। তিনটি ধাপে প্রোডাক্ট তৈরি করতে পারবেন। কোনো মেশিন বা কারেন্টের ব্যবহার ছাড়াই তৈরী করা সম্ভব। হাতে হাতে এই কাজ হয়ে যায়। চাইলে লোক রেখেও করাতে পারেন। Floor Cleaning Mop এর চাহিদা এখন বেশ হাই। প্রতি বাড়িতে এটি দেখা যায়। রোজের ঘর সাফ করার কাজে এটি দরকার পড়ে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিক্রি করতে পারবেন। এখান থেকে বিক্রয় মূল্য দেখে আন্দাজ করে নিতে পারবেন আপনার লাভ দিনে কতো হতে পারে এবং কতো প্রোডাক্ট প্রতি দিন তৈরি করতে হবে।







