প্রতি দিন আয় করবেন ৬ হাজার টাকা, বাড়ি বাড়ি থাকবে আপনার তৈরি করা জিনিস

আপনি হয়তো ভাবতেও পারছেন না যে এই জিনিসের ব্যবসা হতে পারে। আসলে রোজকার জীবনে আমরা যা কিছু ব্যবহার করি তার সবকটা জিনিস দিয়েই আপনি ব্যবসা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আপনি হয়তো ভাবতেও পারছেন না যে এই জিনিসের ব্যবসা হতে পারে। আসলে রোজকার জীবনে আমরা যা কিছু ব্যবহার করি তার সবকটা জিনিস দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারেন। ব্যবহার করা সামগ্রী যতই সামান্য মনে হোক না কেন, বাজারে সিটার চাহিদা আছে বলে লোকের বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে সেই প্রোডাক্ট।

Advertisements

বাসন মাজার স্পঞ্জ বা স্ক্রাবারের বিজনেস করার কথা ভেবেছেন কখনও? একটা স্ক্রাবার যেমন ময়লা বাসন চকচকে করতে পারে, তেমনই চকমকে করে দিতে পারবে আপনার ভাগ্য। যেহেতু বাসন মাজার স্পঞ্জ বা স্ক্রাবারের চাহিদা বাজারে খুব বেশি, তাই এই ব্যবসায় মুনাফাও খুব বেশি। প্রথমে অল্প জায়গার মধ্যে থেকেও ব্যবসা শুরু করে দিতে পারেন। পরে ব্যবসা বাড়লে নিজের কারখানা দাঁড় করানোর মতো সাহস আপনি পেয়ে যাবেন।

Advertisements

আমাদের এই বিজনেস আইডিয়ায় স্ক্রাবার তৈরি করে সরাসরি হোল সেলারের কাছে বিক্রি করার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে এক সঙ্গে অনেক মাল তৈরি করে একেবারে বিক্রি করে দিতে পারবেন। স্ক্রাবারের বিক্রি ডজন হিসেবে ধরা হয়। সাধারণত ৩০ টাকা মতো ম্যানুফ্যাকচারিং কস্ট আপনার পড়বে। আর ধাতব জলি দিয়ে বানালে ৫০ থেকে ৬০ টাকা খরচ পড়বে। বিক্রি করার সময় এক ডজন পিছু আপনার আয় হবে ৬ থেকে ১০ টাকা। কেউ চাইলে একদিনে কাজ করে হাজার প্যাকেট মাল তৈরি করতে পারেন। এইভাবে দিনে আয় হতে পারে ৬ হাজার টাকা।

scrubber business idea

শুরুতে কিছু বিনিয়োগ করতে হবে। দরকার কিছু কাঁচামাল। যেমন বিভিন্ন ধরণের কাপড়, ফোম, টিউব, স্ক্রাবার সাইজ করে কাটার মেশিন। এই মেশিনের দাম ৩ থেকে সাড়ে তিন লাখ টাকা পড়তে পারে। বাকি কাঁচা মালের খরচ আলাদা। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার প্রাথমিক খরচ ধরে এগোনো ভালো। লোক রেখে কাজ করালে খরচ আরও বাড়বে।

Advertisements