দিনের পর দিন ভারতের বাজারে বেড়েই চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। প্রসঙ্গত, জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে মূলত ইলেকট্রিক গাড়ি বেছে নিচ্ছেন গ্রাহকরা। তাছাড়া মেইনটেনেন্স খরচ অত্যন্ত কম হওয়ার কারণে ইলেকট্রিক গাড়ি ধীরে ধীরে দখল করছে ভারতের বাজার। বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে একাধিক গাড়ি কোম্পানি তাদের চিরাচরিত ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে।
বিশেষ করে ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ সংস্থা Tata ইতিমধ্যে ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি সরবরাহ শুরু করেছে। Tata Tiago ইলেকট্রিক গাড়িটি বেশ পছন্দ করেছেন গ্রাহকরা। তবে এবার লো-বাজেটের ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে সংস্থাটি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে Tata Nano ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে রতন টাটার সংস্থা।
ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে, টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন যেকোনো SUV গাড়িকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম বৈশিষ্ট্যের দিক থেকে। আজ্ঞে হ্যাঁ, 19kWh-এর শক্তিশালী ব্যাটারি বিকল্পে 250 কিলোমিটার মাইলেজ দেবে গাড়িটি। এছাড়া 24kWh-এর শক্তিশালী ব্যাটারি বিকল্পে 315 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন গ্রাহকরা।
এছাড়া যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই গাড়িতে আপনি পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ, 6 স্পিকার, এসি, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিং সিস্টেম, অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন। যদি গাড়িটির দামের কথা বলি তবে বিভিন্ন মাধ্যমে দাবী করা হচ্ছে, গাড়িটি কিনতে মাত্র 5 লাখ টাকার কাছাকাছি খরচ করতে হবে গ্রাহকদের।







