সকালে উঠেই সুখবর, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের DA নিয়ে চলে এলো বড় আপডেট

অবশেষে কেন্দ্র সরকারের লাখ লাখ কর্মচারীর মনোবাসনা পূর্ণ হতে চলেছে। খুব শীঘ্রই DA নিয়ে বড়সড়ো আপডেট পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

অবশেষে কেন্দ্র সরকারের লাখ লাখ কর্মচারীর মনোবাসনা পূর্ণ হতে চলেছে। খুব শীঘ্রই DA নিয়ে বড়সড়ো আপডেট পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক মাস ধরে DA বাড়ানো এবং বাকি থাকা 18 মাসের বকেয়া DA নিয়ে বারবার আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই কর্মচারীদের প্রাপ্ত DA বাড়াতে চলেছে সপ্তম পে কমিশন।

Advertisements

উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 42 শতাংশ হারে DA পেয়ে থাকেন। যার পরিমাণ আরও বেশ কিছুটা বাড়ানোর জন্য বারবার আন্দোলনের নামছেন কর্মচারীরা। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, কয়েকদিনের মধ্যে কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ 4 শতাংশ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার থেকে প্রতি মাসে 46 শতাংশ DA পাবেন তারা।

Advertisements

বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, DA বাড়ার পরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এক লাফে বেশ কিছুটা বেড়ে যাবে। শুধু তাই নয়, বিগত 18 মাসের বকেয়া DA একসাথে পেয়ে ফুলে ফেঁপে উঠবেন তারা। এখন সম্পূর্ণ কার্যক্রম নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। যদি সরকারের সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পরিমাণ বৃদ্ধি করা হয় তবে এতে 47.58 লক্ষ কর্মচারী এবং প্রায় 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সপ্তম পে কমিশন দ্বারা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন পরিকাঠামো পাল্টানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন সম্পূর্ণ সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন কতটা বাড়বে।

Advertisements