এবার পূরণ হবে গরিবের স্বপ্ন, বাইকের দামে ঘরে আসবে ফোর-হুইলার

আজ্ঞে হ্যাঁ, এবার ভারতবর্ষের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে টাটা মটরস। রতন টাটার স্বপ্নের প্রজেক্ট প্রত্যেকটি মানুষের আশা পূরণ করবে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আজ্ঞে হ্যাঁ, এবার ভারতবর্ষের প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে টাটা মটরস। রতন টাটার স্বপ্নের প্রজেক্ট প্রত্যেকটি মানুষের আশা পূরণ করবে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। কারণ খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে নতুন টাটা ন্যানো। এর অন্যতম বিশেষত্ব হলো, একটি বাইকের দামেই নতুন এই ইলেকট্রিক গাড়ি ক্রয় করতে পারবেন গ্রাহকরা। শুনে অবাক হচ্ছেন? টাটা কোম্পানির তরফ থেকে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, 2024 সালের প্রথমার্ধে ভারতের বাজারে সম্পূর্ণ ইলেকট্রিক এই গাড়িটি লঞ্চ করতে পারে Tata। তবে কোম্পানির তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করার পূর্বে সোশ্যাল মিডিয়ায় গাড়িটি সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। 5-সিটারের নতুন এই ইলেকট্রিক গাড়িটি হবে ভারতের বাজারে সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি। যা দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আজ্ঞে হ্যাঁ, 19kWh-এর শক্তিশালী ব্যাটারি বিকল্পে 250 কিলোমিটার মাইলেজ দেবে গাড়িটি। এছাড়া 24kWh-এর শক্তিশালী ব্যাটারি বিকল্পে 315 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন গ্রাহকরা।

Advertisements

এছাড়া যদি এই নিবন্ধে দুর্দান্ত গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই গাড়িতে আপনি পাওয়ার স্টিয়ারিং, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ, 6 স্পিকার, এসি, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিং সিস্টেম, অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন। যদি গাড়িটির দামের কথা বলি তবে বিভিন্ন মাধ্যমে দাবী করা হচ্ছে, গাড়িটি কিনতে মাত্র 5 লাখ টাকার কাছাকাছি খরচ করতে হবে গ্রাহকদের। যা একরকম জলের দরে ইলেকট্রিক গাড়ি প্রাপ্তির মত সুসংবাদ হতে চলেছে ভারতবাসীর জন্য।

Advertisements