হাতে মাত্র ১০ ঘন্টা! এক্ষুনি আপডেট করুন আধার কার্ড, বন্ধ হতে চলেছে বিনামূল্যে পরিষেবা

দিনের অগ্রগতির সাথে ক্রমান্বয়ে বেড়েছে আধার কার্ডের চাহিদা। বর্তমানে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে গেলে অবশ্যই আপনাকে প্রমাণপত্র হিসেবে পেশ করতে হবে আধার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দিনের অগ্রগতির সাথে ক্রমান্বয়ে বেড়েছে আধার কার্ডের চাহিদা। বর্তমানে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে গেলে অবশ্যই আপনাকে প্রমাণপত্র হিসেবে পেশ করতে হবে আধার কার্ড। শুধুমাত্র মাত্র সরকারি পরিষেবা নয়, বেসরকারি খাতেও এই নথির গুরুত্ব বেড়েছে চোখে পড়ার মতো।

Advertisements

তবে বেশ কয়েক মাস পূর্বে আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) মার্চ মাসে ঘোষণা করে যাঁরা ১০ বছর আগে আধার কার্ড করিয়েছেন, কিন্তু ঠিকানা বা অন্যান্য বৃত্তান্ত আপডেট করেননি, তাঁরা ১৪ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করাতে পারবেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার বেঁধে দেওয়া সেই সময়সীমা আজ শেষ হতে চলেছে।

Advertisements

অর্থাৎ আজ রাত ১২টার পর থেকে আর আপডেট করা যাবেনা আধার কার্ড। বিনামূল্যে আধার কার্ডের সাথে যেকোনো দুটি নথি সংযুক্ত করার সময়সীমা উত্তীর্ণ হতে চলেছে আজ। যদি এখনও আপনি এই কাজ না করেন তবে ভবিষ্যতে বিরাট অংকের জরিমানা দিয়ে আপনাকে আধার কার্ডের সাথে দুটি নথি সংযুক্ত করতে হবে।

কিভাবে আধার কার্ডের সাথে নথি সংযুক্ত করবেন?

১. প্রথমে আপনার ফোন কিংবা ডেক্সটপের ওয়েব ব্রাউজারে My Aadhaar.com ওয়েবসাইট ওপেন করুন।
২. সেখানে আপনার আধার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে লগইন করুন।
৩. আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি ইনপুট করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
৪. এরপর আধার কার্ডের সাথে প্রমাণপত্র হিসেবে প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট কিংবা জন্ম প্রমান পত্রের মতো যেকোনো দুটি নথির ছবি আপলোড করুন।
৫. সমস্ত নথি আপলোড করার পর প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং ওয়েবসাইট থেকে বেরিয়ে আসুন।

Advertisements