7-সিটারের এই গাড়ি কিনুন মাত্র 5 লাখে! 26KM মাইলেজের রয়েছে ঝাক্কাস ফির্চাস

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতে গাড়ির বাজারের বেশিরভাগটাই দখল করে রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানি Tata। তবে এবার সেই টাটার সঙ্গে প্রতিযোগিতা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতে গাড়ির বাজারের বেশিরভাগটাই দখল করে রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানি Tata। তবে এবার সেই টাটার সঙ্গে প্রতিযোগিতা করতে সম্পূর্ণ ভাবে প্রস্তুত Maruti Suzuki। উল্লেখ্য, মধ্যবিত্তের দুশ্চিন্তা দূর করতে নতুন অবতারে 7-আসনের নিজেদের সার্বাধিক বিক্রি হওয়া গাড়ি Maruti Suzuki Eeco নতুন রূপে লঞ্চ করতে চলেছে সংস্থাটি। আমরা আপনাদের বলি, 2010 সালে লঞ্চ হওয়া Maruti Suzuki Eeco ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি।

Advertisements

সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন Eeco চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বরের কাছাকাছি চালু হতে পারে। নতুন 2023 Eeco গাড়ি অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার বদৌলতে দূর্দান্ত লুক এবং অবিশ্বাস্য ফির্চাসের তথ্য ফাঁশ হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, পুরাতন গাড়ির চেয়ে নতুন এই গাড়িটির ডিজাইনে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এতে নতুন হেডল্যাম্পের পাশাপাশি টেলল্যাম্পও পাওয়া যাবে বলে জানা গেছে। পাশাপাশি 1.2 লিটারের কে-সিরিজ ডুয়াল জেট ইঞ্জিন ব্যবহার করা হবে এই গাড়িতে।

Advertisements

এছাড়া নতুন এই বাড়িতে ডিজিটাল স্পীডোমিটার, অনলাইন রোটরি ডায়াল, ম্যানুয়াল এসি কন্ট্রোল লাইনিং-এর পাশাপাশি সফটওয়্যারের জন্য ড্যুল ক্র্যাকিং এয়ার ব্যাগ, ইবিডির সাথে এবিএস, স্পীড আলার্ট, রেরিয়র সাইনার্স এবং ক্ষমতা আসন বেল্ট রিমান্ডারের ফিচার দেওয়া হয়েছে। যদি শক্তিশালী এই গাড়িটির দামের কথা বলি, তবে নতুন এই গাড়ির মূল্য 5 লাখ থেকে শুরু হয়ে 6.5 লাখ টাকা পর্যন্ত হয়।

Advertisements