টাকা পয়সা নিয়ে যখন টানাটানি চলছে, ঠিক তখনই কেন্দ্রীয় সিদ্ধান্ত বয়ে নিয়ে আসতে পারে সৌভাগ্য। এক সঙ্গে জোড়া সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। যার ফলে মুদ্রাস্ফীতির বাজারের তাপ থেকে রেহাই পাবে আপনার সংসার। সব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকারের কৃপায় খুলে যেতে পারে লক্ষ্মী আগমনের দরজা।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীদের DA বাড়াতে চলেছে বলে সম্প্রতি শোনা গিয়েছিল। এ ছাড়া ১৮ মাসের বকেয়া ডিএ-এর টাকাও অ্যাকাউন্টে পাঠাতে চলেছে সরকার। সরকার যদি এই কাজ প্রায় এক সঙ্গে করে তাহলে বলতে হয় সোনায় সোহাগ। ডিএ প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করা হলেও বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ডিএ প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্র।
কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ প্রায় ৪ শতাংশ বাড়ানো হতে পারে বলে অনেকে মনে করছেন। এই বৃদ্ধির পর মোট ডিএ বেড়ে হবে ৪৬ শতাংশ, এখন যা ৪২ শতাংশ। মূল বেতনের পাশাপাশি সহায়ক আরও অর্থ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। এখন যদি ডিএ বাড়ানো হয় তাহলে তা ১ জুলাই থেকে এই হার কার্যকর হবে। সরকার এখন যে কোনো দিন এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। সর্বশেষ মার্চ মাসে ডিএ বাড়ানো হয়েছিল। ছয় মাস অন্তর ডিএ বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়।

প্রথম শ্রেণির কর্মচারীরা বকেয়া ডিএ থেকে ২ লক্ষ টাকারও বেশি আর্থিক লাভ পেতে পারেন। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ডিএ বকেয়ার সুবিধা দেওয়া হয়নি। এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে এবার আশা করা হচ্ছে।







