ওয়েব সিরিজের রমরমা কমার কোনো লক্ষণ নেই। করোনা অতিমারির সময়কাল থেকে ওয়েব সিরিজের নেশা পেয়ে বসেছিল দর্শকদের। সেই ঘোর এখনও কাটেনি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে বলা চলে। ওয়েব সিরিজ কনসেপ্ট জনপ্রিয় হওয়ার পর থেকে নেট দুনিয়ায় বেড়েছে OTT প্ল্যাটফর্মের রমরমা। বিভিন্ন ধরণের ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে প্রতিনিয়ত।
এমনও অনেক ওয়েব সিরিজ রয়েছে যে গুলো বেশি বাজেটের কোনো সিনেমাকেও রীতিমত টেক্কা দিতে পারে। তবে আজ আমরা যে ওয়েব সিরিজের কথা আপনাদের বলতে চলেছি সেটা অবশ্য সবার সঙ্গে দেখার মতো নয়। বড়দের সামনে তো একেবারেই দেখা যাবে না। এমনকি দরকার পড়বে হেডফোনের। বোল্ড দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে একটি অখ্যাত OTT প্ল্যাটফর্ম থেকে।
আগে বোল্ড ওয়েব সিরিজ বললে সবার আগে মনে হতো Ullu Originals এর কথা। কিন্তু Ullu এখন একা নয়। বাজারে বোল্ড ওয়েব সিরিজ তৈরি করার ব্যাপারে টক্কর দিচ্ছে অনেক OTT প্ল্যাটফর্ম। আজকে আমাদের আলোচ্য ওয়েব সিরিজ হল – চোরি চোরি ছুপকে ছুপকে। কঙ্গন এন্টারটেইনমেন্ট নামক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ।
মুখ্য চরিত্রে রয়েছে নেট জগতের জনপ্রিয় অভিনেত্রী ভারতী ঝা। ওয়েব সিরিজের গল্প এগিয়েছে টিউশন পড়ানোকে কেন্দ্র করে। টিউশনের নামে কী পড়াশুনা হচ্ছে সেটা এবার বুঝে নিন। যেমন বাবা তেমনই তার ছেলে। দুজনেই ব্যস্ত ফ্লার্ট করতে। পরে আরো গভীরে যায় সম্পর্ক।