বাজারে এলো বুলেটের চেয়ে শক্তিশালি ইলেকট্রিক বাইক! দুর্দান্ত ফির্চাস এবং দাম জানলে অবাক হবেন আপনিও

বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে যে হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটছে, তাতে পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ি চালাতে একপ্রকার ভয় পাচ্ছেন সাধারণ নাগরিকরা। যদি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারত তথা বিশ্ব বাজারে যে হারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটছে, তাতে পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ি চালাতে একপ্রকার ভয় পাচ্ছেন সাধারণ নাগরিকরা। যদি বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখা যায়, তবে সেই পরিসংখ্যানে দেখা মিলছে আশ্চর্যজনকভাবে কমেছে পেট্রোল চালিত স্কুটার বিক্রির হার। তার বদলে অধিক মাত্রায় বিক্রি হয়েছে ইলেকট্রিক স্কুটার। বর্তমানে ভারতীয় বাজারে একাধিক কোম্পানি ইলেকট্রিক স্কুটার নির্মাণ করলেও ইলেকট্রিক বাইক নির্মাণের ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে কোম্পানিগুলি। তবে সেই দিন আর বেশি দূরে নয়, খুব শীঘ্রই ভারতের বাজারে বুলেটের মতো শক্তিশালী বাইক-কে টক্কর দিতে চলেছে ইলেকট্রিক বাইক।

Advertisements

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা টর্ক মোটরস টর্ক ক্রাটোস আর আরবান মটরস মিলিত প্রচেষ্টায় ভারতের বাজারে ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে বাইকপ্রেমীদের মধ্যে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের এই নতুন বাইক বুলেটের চেয়েও অনেকাংশে অধিক শক্তিশালী। যদিও এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইতিমধ্যে তার প্রমাণ দিয়েছে।

Advertisements

যেখানে 350cc বুলেটের ইঞ্জিন 19 Bhp শক্তি এবং 27 Nm এর পিক টর্ক জেনারেট করে, সেখানে Kratos R নামের এই ইলেকট্রিক বাইকের ইঞ্জিন 12 Bhp শক্তি এবং 38 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। শুধু তাই নয়, দুর্দান্ত এই ইলেকট্রিক বাইকে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তির মিশ্রণ। এই ইলেকট্রিক বাইকটিতে মানচিত্র নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, ভেহিকল লোকেটার, অ্যান্টি-থেফট সিস্টেম, জিওফেন্সিং, চার্জিং পয়েন্ট লোকেশনের মত অত্যাধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।

যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে 4 kWh ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে কোম্পানি। যা একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। যদি শক্তিশালী এই বাইকটির দামের কথা বলি, তবে বর্তমানে এই গাড়িটির বিক্রয় মূল্য 1,67,000 টাকা। যা আগামীকাল থেকে বুকিং করতে পারবেন গ্রাহকরা। উল্লেখ, Kratos R Urban ইলেকট্রিক বাইক বুকিং করতে হলে আপনাকে মাত্র 999 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Advertisements