এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে পাল্লা দিয়ে একের পরে অফার ঘোষনা করছে ভারতের একাধিক কোম্পানি। Airtel, VI-এর মত প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যে একাধিক দুর্দান্ত রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা ইতিমধ্যে গ্রাহকদের দ্বারা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আজ আমরা আপনাদের এমন একটি দুর্দান্ত প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর আপনি অবাক হয়ে যাবেন।
ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা ভারত সরকার নিগম লিমিটেড (BSNL) আপনাদের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। যা আপনাকে বারবার রিচার্জ করার ঝামেলা থেকে চিরকালে মুক্তি দিতে চলেছে। আজ আমরা আপনাদের BSNL-এর বার্ষিক 1515 টাকার প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। যেটি গ্রহণ করলে প্রতি মাসে গড়ে মাত্র 126 টাকা খরচ করতে হবে আপনাকে।
কি সুবিধা পাবেন BSNL-এর 1515 টাকার রিচার্জ প্ল্যানে-
প্রথমত, BSNL-এর 1515 টাকার রিচার্জ প্ল্যানে আপনি সম্পূর্ণ 12 মাসের বৈধতা পাবেন। যেখানে আপনি আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন 100 SMS করার সুযোগ পাবেন। এখানেই শেষ নয়, দৈনিক 2GB হাই-স্পিড ইন্টারনেট পাবেন এই রিচার্জ প্ল্যানে। অর্থাৎ এক বছরে সর্বমোট 720GB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি। এছাড়া দৈনিক 2GB হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার পরেও 40Kbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। অর্থাৎ, মাসিক 126 টাকার রিচার্জ প্ল্যানের মাধ্যমে পাবেন বিনোদনের সমস্ত সুযোগ।







