আজকাল প্রতি মুহূর্তে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ গানের মাধ্যমে অথবা কেউ নাচের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। তবে সোশ্যাল মিডিয়ার জগতে শুধুমাত্র মানুষ ভাইরাল হচ্ছে না, মানুষের পাশাপাশি বিভিন্ন ধরনের পশু পাখির ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে নেটিজেনদের দ্বারা। সম্প্রতি তেমনই একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিহরণ জেগে উঠবে আপনার শরীরেও।
বন্য পশু-পাখির কার্যক্রমের ভিডিও শেয়ার করা জনপ্রিয় ইনস্টাগ্রাম একাউন্ট muhtesemyerler_থেকে কয়েক সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি ঈগল পাখির শিকারের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটি দেখার পর আপনিও রীতিমতো অবাক হবেন।
কয়েক সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি জলে সাঁতার করছেন। তবে ঈগল পাখিটি ওই ব্যক্তিকে মাছ ভেবে শিকার করার জন্য তীব্র গতিতে নিচে নামতে শুরু করে। ওই ব্যক্তির কাছাকাছি আসতেই ঈগল পাখি বুঝতে পারে যে, সেটি আসলে মাছ নয় একজন মানুষ। বিষয়টি বুঝতে পেরে সেকেন্ডের মধ্যে দিক পরিবর্তন করে উড়ে যায় পাখিটি।
সোশ্যাল মিডিয়ায় ঈগলের ভয়ংকর শিকারের দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, পাখিদের মধ্যে ঈগল পাখি সর্বোচ্চ গতিতে উড়তে পারে। তারা প্রায় ৩২০ কিলোমিটার গতিতে উড়তে পারে আকাশে। এছাড়া শিকার করার সময় এদের ক্ষিপ্রতা আরও বৃদ্ধি পায়। যার ফলে মুহূর্তের মধ্যে শিকারটিকে ছিন্নভিন্ন করে দেয়।