লঞ্চ হতে চলেছে বিশ্বের সবথেকে সস্তা ৫জি ফোন! হাত মিলিয়েছে Jio-Google

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে বাজারে মুক্তির আলো দেখতে পারে সবথেকে সস্তা ৫জি ফোন। Reliance Jio এবং Google যৌথভাবে এই ফোন বাজারে নিয়ে আসতে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে বাজারে মুক্তির আলো দেখতে পারে সবথেকে সস্তা ৫জি ফোন। Reliance Jio এবং Google যৌথভাবে এই ফোন বাজারে নিয়ে আসতে চলেছে বলে আগেই জানানো হয়েছিল। কিন্তু সেই ফোনের দেখা এখনও পাওয়া যায়নি। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এ বছরের হতে পারে অপেক্ষার অবসান।

Advertisements

Reliance Jio ২০২২ সালে বার্ষিক সাধারণ সভায় ঠিক করেছিল যে তারা এবং গুগল যৌথভাবে একটি অতি সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন তৈরি করবে। যা কেবল ভারতেই নয়, বিশ্বের সবচেয়ে সস্তা ৫জি মোবাইল হবে। জিও Bharat V2 4G ফোন লঞ্চ করার পর প্রশ্ন উঠছে যে সংস্থাটি কি আর জিও ফোন ৫জি লঞ্চ করবে না?

Advertisements

জিওর পক্ষ এখনও সবথেকে সস্তার ৫জি ফোন লঞ্চ করার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি। তবে এর মানে এই নয় যে বিশেষ এই ফোন লঞ্চ বাতিল করা হয়েছে। সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে এই বছর দীপাবলি উপলক্ষে Jio Phone 5G বাজারে প্রবেশ করতে পারে। ২০২৩ সালের নভেম্বরে লঞ্চ হতে পারে এই সস্তা ৫জি ফোন। গুগল এবং চিপসেট নির্মাতা কোয়ালকমের সঙ্গে অংশীদারিত্ব করেছে জিও। মনে করা হচ্ছে যে জিও ফোন ৫জির দাম শুরু হতে পারে ৫,০০০ টাকা থেকে।

‘২জি ফ্রি ইন্ডিয়া’ ক্যাম্পেইনের আওতায় জিও ভারত ভি২ ফোরজি ফোন কোম্পানি চালু করেছে। এই ফোনের মাধ্যমে বাটনযুক্ত মোবাইল ফোন চালানো ২জি ব্যবহারকারীদের ফোরজি নেটওয়ার্কে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ফিচার ফোন চালানো গ্রাহকরা যাতে ফোরজি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারেন, সেজন্য কীপ্যাড ফোনেই ফোরজি নেটওয়ার্ক কানেক্টিভিটি দিচ্ছে কোম্পানি। জিও ভারত ভি২ ফোরজি-তে ইউপিআই পেমেন্টের অপশনও দেওয়া রয়েছে।

Jio phone 5G

ফোনটি লঞ্চ করা হয়েছে ৯৯৯ টাকায়। যার মধ্যে রিলায়েন্স জিওর সিমে ন্যূনতম ১২৩ টাকার রিচার্জ করার সুবিধা। সেই সঙ্গে রয়েছে ১.৭৭ ইঞ্চি স্ক্রিন, ১২৮ জিবি কার্ড সাপোর্ট, ১,০০০ এমএএইচ ব্যাটারি, ডিজিটাল রিয়ার ক্যামেরা, এইচডি ভয়েস কলিংয়ের মতো সুবিধা।

Advertisements