নকিয়া বহু বছর ধরে মানুষের মধ্যে অন্যতম বিশ্বস্ত সংস্থা হিসাবে বিবেচিত হয়েছে। তবে মাঝখানে কোথাও না কোথাও নকিয়া উধাও হয়ে গেলেও এখন আবার ধীরে ধীরে ভারতীয় বাজারে আধিপত্য বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু ফিচার ফোনই নয়, প্রতিষ্ঠানটির স্মার্টফোনগুলোও বাজারে আসছে লেটেস্ট ফিচার নিয়ে। আপনি যদি ৩০ থেকে ৪০ হাজার বাজেটের একটি ফোন নেওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে নকিয়ার নতুন ফোন। খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে ম্যাজিক ম্যাক্স। ফোনটি উন্মোচনের আগেই নানা গুঞ্জনে ঘেরা ছিল ফোনটি। এতে নোকিয়া ম্যাজিক ম্যাক্স ২০২৩ এর দাম ও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে।
নকিয়ার শক্তিশালী ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এর ভিএস ভ্যারিয়েন্টে ৮ জিবি র ্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। ফোনটির প্রারম্ভিক মূল্য হতে পারে ৩২,৯৯০ টাকা। নোকিয়া ম্যাজিক ম্যাক্স ৬.৯ এ রয়েছে সুপার অ্যামোলেড ফুল টাচ স্ক্রিন যার রেজোলিউশন ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং ১৪৪০ x ৩২০০ পিক্সেল রেজোলিউশন। এতে থাকবে কর্নিং গরিলা গ্লাসের টেক্সচার। ফোনটিতে ১২ জিবি র ্যাম এবং ২৫৬ জিবি এবং ৫১২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ অপশন থাকতে পারে। মোবাইলের অপারেটিং সিস্টেম ও সিপিইউর কথা বলতে গেলে এতে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে।
নকিয়া ম্যাজিক ম্যাক্স ২০২৩ স্মার্টফোনটিতে ৬৯০০ এমএএইচ লি-পলিমার নন-রিমুভেবল ব্যাটারি থাকবে, যা ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আসবে। ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে ১৪৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে ৩২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স+ ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ আরও দুটি ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।