সেগমেন্টের সবথেকে বড় ব্যাটারি, জানা গেল কবে লঞ্চ হচ্ছে Moto G54 5G

মটোরোলা আগামী মাসে ভারতে Moto G54 5G লঞ্চ করতে চলেছে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিতে থাকবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০। এর ব্যাটারি হবে ৬,০০০ এমএএইচ এর।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

মটোরোলা আগামী মাসে ভারতে Moto G54 5G লঞ্চ করতে চলেছে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটিতে থাকবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০। এর ব্যাটারি হবে ৬,০০০ এমএএইচ এর। এটি সিঙ্গল স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দুটি রঙে পাওয়া যাবে বাজারে।

Advertisements

Motorola Moto G54 5G এর কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি এই বছরের শুরুতে লঞ্চ হওয়া Moto জি 53 5 জি- কে প্রতিস্থাপন করবে। ফ্লিপকার্টে এই স্মার্টফোনের মাইক্রোসাইটে এটি নীল এবং সবুজ রঙে দেখানো হয়েছে। এতে থাকবে ১২ জিবি RAM ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। নতুন এই স্মার্টফোনের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লের রেজোলিউশন হবে ২,৪০০×১,০৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। এর ডুয়াল রিয়ার ক্যামেরা সে টআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এর সামনে থাকবে ১৬ মেগাপিক্সেলের সেন্সর।

Advertisements

Moto G54 5G

ডুয়াল সিমের এই স্মার্টফোনটিতে ডলবি অ্যাটমস এবং মটো স্পেশিয়াল সাউন্ড সাপোর্ট সহ স্টেরিও স্পিকার থাকবে। এর ব্যাটারি হবে ৬,০০০ এমএএইচ এর। সংস্থার দাবি, এই সেগমেন্টের এটিই সবচেয়ে বড় ব্যাটারি। নিরাপত্তার জন্য এই ফোনে দেওয়া থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর কানেক্টিভিটি অপশন হতে পারে ৫জি সাপোর্ট, এনএফসি, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

চলতি মাসের শুরুতে ভারতে ই১৩ স্মার্টফোনের নতুন ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এনেছিল Motorola। এর দাম ৮,৯৯৯ টাকা। কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন এবং ক্রিমি হোয়াইট রঙে কোম্পানির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং প্রধান স্টোরগুলি থেকে এটি কেনা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেন্সর। এই স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে রয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬০৬ এসওসি এবং মালি-জি৫৭ এমপি১ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১৩- তে চলে। এর ৫,০০০ এমএএইচ ব্যাটারি ১০ ওয়াট তারযুক্ত চার্জিং সমর্থন করে। এই হ্যান্ডসেটটির ওজন প্রায় ১৮০ গ্রাম। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ ওয়্যারলেস এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।

Advertisements