আধুনিক স্মার্টফোনের বাজার ধরতে মরীয়া Nokia। গ্রাহকদের মন জয় করতে কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে একাধিক স্মার্ট ফোন। নোকিয়ার এই স্মার্টফোনগুলো যেমন দেখতে অভিনব তেমনই থাকে ফিচারে ঠাসা। সম্প্রতি টেক প্রেমীদের মধ্যে আলোচনার মধ্যে রয়েছে Nokia 7610 Smart 5G। বলা হচ্ছে এই ফোন আইফোনকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে।
Nokia 7610 Smart 5G সেগমেন্টের সেরা স্মার্ট ফোনগুলোর মধ্যে অন্যতম। এই ফোনে থাকতে চলেছে ৭.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন, এ ছাড়া বলা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ৭ থাকবে সেফটি ফিচার হিসেবে। নোকিয়া ৭৬১০ স্মার্ট ৫জি আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং সেরা কিছু স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হতে চলেছে বাজারে। নোকিয়া হ্যান্ডসেটগুলো তাদের হাই স্ক্রিন সাইজ এবং ভালো রেজোলিউশনের কারণে ইতিমধ্যে অনেকের পছন্দের হয়ে উঠেছে।
নোকিয়া ৭৬১০ স্পেসিফিকেশনের মধ্যে অন্যতম ফোনটির স্ক্রিন। ৭.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ৪কে পিক্সেল রেজোলিউশন এবং গোলাকার নেভিগেশন বাট নসহ ফ্ল্যাট ডিজাইন করা হয়েছে। যাতে ফোনটা ধরে রাখা সহজ হয় সে কথা মাথা রেখেছে কোম্পানি। নোকিয়া ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট সাপোর্ট করে। নতুন এই স্মার্টফোনে থাকবে ১২ GB RAM এবং 256 গিগাবাইট / 512 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ অপশন। তবে আলাদা করে কোনও কার্ড স্লট হয়তো থাকছে না।

নোকিয়া ফোনগুলি তাদের ভাল স্টোরেজ ক্ষমতা, হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের কারণে অনেক দামী ফোনের থেকে এগিয়ে থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে নোকিয়া হ্যান্ডসেটগুলো অ্যান্ড্রয়েড ১৩-তে অপারেট হয়। Nokia 7610 Smart 5G-এ ট্রিপল ১০৮ এমপি + ৪৮ এমপি + ১২ এমপি ক্যামেরা থাকবে। সেই সঙ্গে একটি ৪৮ এমপি স্ন্যাপার দিচ্ছে কোম্পানি। সামনে সেলফির জন্য রয়েছে ডুয়াল ৩২ মেগাপিক্সেল + ৩২ মেগাপিক্সেল সেন্সর। ক্যাপাসিটির দিক থেকে ফোনে রয়েছে ৭২০০ এমএএইচ- এর একটি ব্যাটারি।







