Nokia 7610 Pro Max 5G : শুধু নামে না কাজেই বড়, টেকসই স্মার্টফোনের ভালো অপশন

প্রতি বছর হাজার হাজার ফোন বাজারে লঞ্চ হয়। সম্প্রতি খবর এসেছে নোকিয়া কোম্পানিও শিগগিরই নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের লুক হবে হুবহু আইফোনের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

প্রতি বছর হাজার হাজার ফোন বাজারে লঞ্চ হয়। সম্প্রতি খবর এসেছে নোকিয়া কোম্পানিও শিগগিরই নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের লুক হবে হুবহু আইফোনের মতো। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন তবে নোকিয়ার ফোনটি আপনার জন্য আরও ভাল বিকল্প হতে পারে। কোম্পানির তরফে লঞ্চ হওয়া নতুন ফোনের নাম Nokia 7610 Pro Max 5G। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের বিশেষত্ব কী।

Advertisements

নোকিয়া কোম্পানির নাম সারা দেশে। নোকিয়ার লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে, আপনিও যদি নোকিয়া কোম্পানিকে পছন্দ করেন তবে আজ আমরা আপনাকে এই সংস্থার নতুন ফোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি। নোকিয়া কোম্পানি খুব শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনের নাম Nokia 7610 Pro Max 5G। এখন পর্যন্ত এটি চালু করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। তবে আশা করা হচ্ছে যে শীঘ্রই এই ফোনটি ভারতে লঞ্চ হবে।

Advertisements

Nokia 7610 Pro Max 5G

Nokia 7610 Pro Max 5G স্মার্টফোনের ডিসপ্লেটি একটি 2.1-ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা 176 * 208 পিক্সেল রেজোলিউশন দেয়। Nokia 7610 এ সিম্বিয়ান ভি অপারেটিং সিস্টেম দেওয়া যেতে পারে। এই ফোনটি 2G নেটওয়ার্ক সংযোগের সাথে লঞ্চ করা হবে। এই ফোনের ভিতরে 8MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। নোকিয়ার স্মার্টফোনটি আইফোনের লুকে চালু করা হবে।

নতুন স্মার্টফোনের ভিতরে থাকবে এক মেগাপিক্সেল ক্যামেরা। এর ভিতরে একটি 900mAh ব্যাটারি থাকবে, পাশাপাশি এই মোবাইলে একটি এমপি 3 অডিও ভিডিও প্লেয়ার থাকবে। যদি আমরা এই ফোনের দামের কথা বলি, তবে আপনি এই ফোনটি প্রায় 4499 টাকায় কিনতে পারবেন। তবে এখনই এই ফোনের আসল দাম বের করা মুশকিল। কারণ এই ফোনটি এখনও ভারতে লঞ্চ হয়নি। লঞ্চের পরই এর প্রকৃত দাম জানা যাবে।

Advertisements