যুগের আধুনিকতার সাথে সাথে প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে ঘটেছে চরম বিপ্লব। দিনের পর দিন উন্নত প্রযুক্তির ব্যবহার করছে মানুষ। যার ফলশ্রুতিতে মানব জীবন হয়ে উঠেছে সহজ সরল এবং উপভোগ্য। তবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির বেশিরভাগ অংশ চলতে নির্ভর করে বিদ্যুতের ওপর। আর গ্রীষ্মকালে এই বিদ্যুতের চাহিদা হয়ে ওঠে হীরক খন্ডের মত। চাহিদা অনুসারে সাপ্লাই না পাওয়ার কারণে বেশিরভাগ যন্ত্রের ব্যবহার করতে পারেননা অনেকেই। আজ আমরা আপনাদের এমন একটি নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি বিদ্যুতের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ্ঞে হ্যাঁ, গ্রীষ্মকালে টানা লোডশেডিং-এর হাত থেকে রক্ষা পেতে নতুন এই প্রযুক্তি এসেছে বাজারে। আমরা যে ডিভাইসটির কথা বলছি, তার নাম পোর্টেবল সোলার পাওয়ার জেনারেটর। এর মাধ্যমে আপনি আপনার ব্যবহারিত ছোটখাট যন্ত্রাংশ খুব সহজেই ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, পোর্টেবল সোলার পাওয়ার জেনারেটর আকৃতিতে অনেকটা ছোট হওয়ার কারণে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে পারবেন আপনি।
আপনারা জানলে অবাক হবেন, পোর্টেবল সোলার পাওয়ার জেনারেটর ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা ফোনটি সর্বোচ্চ ৮ বার ফুল চার্জ করাতে পারবেন। শুধু তাই নয়, ২ ঘন্টার অধিক টেবিল ফ্যান ব্যবহার করতে পারবেন আপনি। এছাড়া, ২৫ ঘন্টার বেশি সময় ধরে টিউবলাইট জ্বালাতে পারবেন পোর্টেবল সোলার পাওয়ার জেনারেটর ব্যবহার করে।
অর্থাৎ, গ্রীষ্মকালে বাড়িতে বিদ্যুৎ না থাকলেও আর ছোটখাট ইলেকট্রিক সামগ্রী চালানোর জন্য দুশ্চিন্তা করতে হবে না আপনাকে। শুধু তাই নয়, ৪২,০০০mAh এবং ১৫৫Wh-এর শক্তিশালী পোর্টেবল সোলার পাওয়ার জেনারেটর চার্জ করার জন্য সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন আপনি। যদি দামের কথা বলি, তবে ছোট্ট এই পাওয়ার ব্যাংকটি কিনতে হলে আপনাকে ব্যয় করতে হবে ১৯,০০০ টাকা।