একটা সময় ছিল যখন ফোনের বাজারে সেরার সেরা বলে বিবেচিত হতো Apole iPhone। চমকে দেওয়ার মতো টেকনোলজি, ক্যামেরা, ফিচার নিয়ে এসে তাক লাগিয়ে দিয়েছিল অ্যাপেল। এখন সেই জমানা আর নেই। বিশ্ব জুড়ে এমন একাধিক কোম্পানি রয়েছে যারা টেকনোলজি, ক্যামেরায় এখন অনেক এগিয়ে। Apple-কে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে তারা। যার মধ্যে OnePlus অন্যতম ফোন কোম্পানি। যাদের একটি ফোন সম্প্রতি বেশ আলোচনার মধ্যে রয়েছে।
কথা হচ্ছে OnePlus Nord 3 ফাইভ জি ফোন সম্পর্কে। ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ৩ স্মার্টফোন। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত RAM, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ২টি এর আপগ্রেড ভার্সন। এর পাশাপাশি সাশ্রয়ী মূল্যের ওয়ানপ্লাস নর্ড সিই ৩ এবং ওয়ানপ্লাস বাডস ২আর লঞ্চ করেছে কোম্পানি।
OnePlus Nord 3 5G-তে একটি ৬.৭ ইঞ্চির ১.৫কে AMOLED ডিসপ্লে দেখা যাবে। যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। ফোনটি অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 5G SoC প্রসেসর দ্বারা চালিত বলে জানা গিয়েছে।
ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৯০ সেন্সর যুক্ত প্রাইমারি ক্যামেরা থাকবে। সেকেন্ডারি ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল, যা একটি আইএমএক্স 355 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

ওয়ানপ্লাস নর্ড ৩ দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB LPDDR5X RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টে 16GB LPDDR5X RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, যার দাম ৩৭,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস বাডস ২আর এর দাম ২১৯৯ টাকা।







