বর্ষার বাজার গরম করল নোকিয়া, নতুন স্মার্টফোনের কাছে পাত্তা পাবে না বাঘা বাঘা কোম্পানি

নোকিয়ার স্মার্টফোনগুলি ভারতীয় ফোন বাজারে ক্রমে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। পুরনো বোতাম যুক্ত ফোনের পর নোকিয়ার স্মার্টফোনগুলিও বাজার ধরতে শুরু করেছে ধীরে ধীরে। আপনি যদি…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

নোকিয়ার স্মার্টফোনগুলি ভারতীয় ফোন বাজারে ক্রমে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। পুরনো বোতাম যুক্ত ফোনের পর নোকিয়ার স্মার্টফোনগুলিও বাজার ধরতে শুরু করেছে ধীরে ধীরে। আপনি যদি কোনও ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে নোকিয়া আরও একটি দুর্দান্ত ফিচার স্মার্টফোন চালু করেছে। নতুন এই ফোনটির নাম Nokia 7610 Mini 5G স্মার্টফোন। যা বেশ আকর্ষণীয় ডিজাইনে বাজারে আনা হয়েছে। আপনি যদি নতুন ফোন কেনার ব্যাপারে ভেবে থাকেন তাহলে এই ফিচার স্মার্টফোনটির কথাও ভেবে দেখতে পারেন।

Advertisements

Nokia 7610 Mini 5G ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি ডিসপ্লে, ৫জি কানেক্টিভিটির সুবিধা দিচ্ছে কোম্পানি। এ ছাড়া এই ফোনে দেওয়া হয়েছে ৮৮৮ প্লাস চিপসেট। ফোনটিতে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ৬৮০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ইনস্টল করেছে কোম্পানি। নোকিয়া ৭৬১০ মিনি ৫জি স্মার্টফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ফটো কোয়ালিটি এবং ভিডিও রেকর্ডিং হবে খুব ভালো মানের।

Advertisements

Nokia 7610

নোকিয়া ৭৬১০ মিনি ৫জি-র ফিচারের কথা বলতে গেলে এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এ কাজ করে। এতে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ ৫.২, এনএফএস, ইউএসবি টাইপ-সি-এর মতো দারুণ ফিচার। এটি একটি কম্প্যাক্ট আকারে উপলব্ধ হতে চলেছে। আরো বিস্তারিত জানার জন্য গুগলে ফোনটির নাম লিখে একবার সার্চ করে দেখে নিতে পারেন।

Advertisements