মহিলাদের জন্য বিশেষ প্রকল্প চালাচ্ছে সরকার, প্রতি বছর হাজার হাজার টাকা বাড়তি আয়

দেশের অর্ধেক জনগোষ্ঠী এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। প্রতিটি সেক্টরে বড় বড় কীর্তি করে এগিয়ে চলা শুরু করেছে। যার কারণে আয় বাড়ছে, তারা তাদের…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশের অর্ধেক জনগোষ্ঠী এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। প্রতিটি সেক্টরে বড় বড় কীর্তি করে এগিয়ে চলা শুরু করেছে। যার কারণে আয় বাড়ছে, তারা তাদের সঞ্চয়ের দিকে ভালো নজর দিতে পারছেন। যার জন্য সরকার সামাজিক সুরক্ষা সম্পর্কিত অনেক প্রকল্প পরিচালনা করছে। এখানে নারীরা ধারাবাহিকভাবে অর্থ উপার্জনের বড় সুযোগ পান। দেশে দশকের পর দশক ধরে মানুষের সেবা করে আসা ডাকঘর এখন মানুষের উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের সহায়তায় পোস্ট অফিসে একাধিক প্রকল্প পরিচালিত হচ্ছে। আপনি যদি মহিলা হন তবে সরকারের আপনার জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা রয়েছে।

Advertisements

মহিলাদের জন্য এই প্রকল্প চালাচ্ছে সরকার। এতে সরকার নারীদের বেশি গুরুত্ব দিচ্ছে। আসলে এটা মেয়েদের রোজগারের একটা পারফ্যাক্স স্কিম। এই সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলারা সঞ্চয় দিয়ে স্বাবলম্বী হতে পারবেন। বিশেষ বিষয় হলো, সরকারও এতে কর ছাড় দিচ্ছে। এই প্রকল্পের আওতায় ১০ বছর বা তার বেশি বয়সী মেয়েরাও এখানে তাদের অ্যাকাউন্ট খুলতে পারে।

Advertisements

Post Office Scheme for Women's

পোস্ট অফিসের উইমেন অনার সার্টিফিকেটের বিশেষ বিষয় হলো, এতে বিনিয়োগ করে নারীরা কোনো ধরনের বাজার ঝুঁকির সম্মুখীন হবেন না। এতে আপনি পাবেন নিশ্চিত রিটার্ন। এই স্কিমে ২ বছরের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা করা যাবে। বিনিয়োগটি দুই বছরের জন্য ৭.৫ শতাংশ সুদের একটি নির্দিষ্ট হার অর্জন করে।

পোস্ট অফিসের মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পে কোনও মহিলা ২ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রথম বছরে ১৫,০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ১৬,১২৫ টাকা ফেরত পাবেন। অর্থাৎ, বছরে ২ লক্ষ টাকা বিনিয়োগে ৭.৫ শতাংশ হারে সুদ আয় হবে ৩১,১২৫ টাকা।

Advertisements