১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৬০০০ mAh ব্যাটারি, দামে অনেক কম

মানুষ স্যামসাং স্মার্টফোনকে অনেকাংশে পছন্দ করে। এর বিল্ড কোয়ালিটির কারণে গ্রাহকরা এ ধরনের চমৎকার ফোনগুলোর প্রতি অনেক ভালোবাসা দেন। এই প্রতিযোগিতায় স্যামসাংয়ের একটি স্মার্টফোন তার…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

মানুষ স্যামসাং স্মার্টফোনকে অনেকাংশে পছন্দ করে। এর বিল্ড কোয়ালিটির কারণে গ্রাহকরা এ ধরনের চমৎকার ফোনগুলোর প্রতি অনেক ভালোবাসা দেন। এই প্রতিযোগিতায় স্যামসাংয়ের একটি স্মার্টফোন তার বিল্ড কোয়ালিটি এবং দুর্দান্ত ফিচারের কারণে শিরোনামে রয়েছে, যার নাম স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি।

Advertisements

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি-তে দেওয়া স্পেসিফিকেশনের কথা বলতে গেলে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি মোবাইলে অনেক আধুনিক ফিচার পাওয়া যায়। যার মধ্যে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লের সঙ্গে দেখা যাচ্ছে স্যামসাং এক্সিনোস ১৩৮০ এর শক্তিশালী প্রসেসর ও স্যামসাং কোম্পানির সর্বশেষ প্রযুক্তি।

Advertisements

Samsung Galaxy F54

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি মোবাইলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আরও দুটি ক্যামেরা সেন্সর পাওয়া যায় এবং সুন্দর সেলফি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি মোবাইলে সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা।

স্মার্টফোনটিতে আপনি ৬০০০ এমএএইচ ব্যাটারি পাবেন, যা সারাদিন ফোন চালানোর জন্য যথেষ্ট। দামের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি তার ফিচার অনুযায়ী খুব সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, যা অন্য কোম্পানির স্মার্টফোনের তুলনায় অনেক ভাল বলে মনে করা হয়। এই স্মার্টফোনটি ২৬ হাজার ৪৯০ টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Advertisements