রিলিজ হচ্ছে একের পর এক ওয়েব সিরিজ। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মানুষের বিনোদনের উপাদানের কোনো অভাব নেই। বিভিন্ন ধরণের ভিডিওতে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেক নেট ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী খুঁজে পাবেন কোনো না কোনো কনটেন্ট। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অনেকেই নিজের জীবিকা অর্জন করছেন। এক সময় যে কনটেন্ট বা ভিডিওর কথা মানুষ ভাবতেও পারতো না এখন সেই ধরণের কনটেন্টও জনপ্রিয়তা পাচ্ছে। ওয়েব সিরিজের ভাল মার্কেট এখনও রয়েছে। সেই সঙ্গে রয়েছে স্বল্প দৈর্ঘ্যের সিনেমার মার্কেট। এই প্রতিবেদনে তেমনই একটি শর্ট ফিল্ম যুক্ত করা হল যেটা দেখলে আপনার সময় কেটে যাবে। তবে এই ভিডিও বা শর্ট ফিল্ম সবার সঙ্গে না দেখাই ভালো।
ইন্টারনেট ব্যবহার করতে করতে নেটিজেনদের পছন্দ অপছন্দ বোঝা যায়। ভিডিও ভাইরাল হওয়ার অর্থ মানুষ সেই কনটেন্টে খুব বেশি ইংগেজ হয়েছে। লাইক, কমেন্ট শেয়ার ইত্যাদি পড়েছে দেদার। শুধু প্রতিভা প্রদর্শন নয়, ভিডিও বা কনটেন্ট পরিবেশনা খুব জরুরি। প্রতিভার পাশাপাশি ভিডিও শ্যুট করার আয়োজনটা মাথায় রাখতে হয়। দুই প্লাস দুই দলে তবেই চার হয়।
হিন্দি শর্ট ফিল্মটির নাম ‘ভাড়ে কা টাট্টু’। চার বছর আগে মায়া ওয়ার্ল্ড চ্যানেলে আপলোড করা হয়েছিল এই ক্রাইম এপিসোডটি। এই সময়ের মধ্যেই ৯.২ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই শর্ট ফিল্মে।