রাখি পূর্ণিমার পরেই চাপের খবর! পকেট থেকে আরও বেরোবে টাকা

আর কয়েক দিন পরেই রাখি। এই আনন্দের দিনে চিন্তা বাড়তে পারে বহু মানুষের। কারণ বাড়তে চলেছে সংসারের খরচ। খাদ্যদ্রব্য থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার সব…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

আর কয়েক দিন পরেই রাখি। এই আনন্দের দিনে চিন্তা বাড়তে পারে বহু মানুষের। কারণ বাড়তে চলেছে সংসারের খরচ। খাদ্যদ্রব্য থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার সব কিছুই আরও দামী হতে চলেছে বলে মনে করা হচ্ছে । তবে সম্প্রতি গ্যাস গ্রাহকদের জন্য সুখবর আসতে চলেছে বলে অনেকের অনুমান। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হবে।

Advertisements

আগামী দিনে দাম বাড়ার আশঙ্কা থাকলেও আপনি রাখি বন্ধনের আগে সস্তায় সিলিন্ডার কিনতে পারেন। অর্থাৎ ৩১ আগস্টের আগে মাত্র ৭৮৬ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। তবে এটা মাথায় রাখা প্রয়োজন যে এই দামটি কেবলমাত্র দিল্লিতে বসবাসকারীদের জন্য। লখনউয়ের বাসিন্দারা মাত্র ৮১২ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। ইন্দোরের বাসিন্দারা ৮০৫.৫০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারেন। কলকাতায় বসবাসকারী মানুষ মাত্র ৮০৪ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারেন। দেরাদুনের মানুষ ৮০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাচ্ছেন।

Advertisements

এই প্রতিবেদনে আলোচ্য বিষয় ১০ কেজি কম্পোজিট এলপিজি সিলিন্ডার। এই সিলিন্ডারগুলি একটি ছোট পরিবারের জন্য খুবই কার্যকরী। এই সিলিন্ডারে আপনি বাইরে থেকে গ্যাস ভরিয়ে নেওয়ার সুবিধা পাবেন। দেশে এমন অনেক শহর রয়েছে যেখানে এই গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

LPG cylinder

বাড়িতে ব্যবহৃত সাধারণ গ্যাস সিলিন্ডারের কথায় আসা যাক। গত মাসে গ্যাস সংস্থাগুলিতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এখন উপভোক্তারা আশা করছেন যে আগামী কয়েক মাসের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে।

Advertisements