মাত্র ৩,০০০ টাকা দিয়ে শুরু করুন এই লাভজনক ব্যবসা, আর ঘরে বসে আয় করুন লক্ষ-লক্ষ টাকা

শিক্ষা জীবনের গণ্ডি পার করে কর্ম জীবনে প্রবেশের পথ বর্তমানে অগ্নি পরীক্ষার ন্যায় হয়ে গেছে যুবকদের জন্য। জীবনে সঠিকভাবে পড়াশোনার পাঠ সমাপ্ত করেও অনেকেই নিজের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

শিক্ষা জীবনের গণ্ডি পার করে কর্ম জীবনে প্রবেশের পথ বর্তমানে অগ্নি পরীক্ষার ন্যায় হয়ে গেছে যুবকদের জন্য। জীবনে সঠিকভাবে পড়াশোনার পাঠ সমাপ্ত করেও অনেকেই নিজের পছন্দমত উপার্জনের রাস্তা বেছে নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত ডিপ্রেশনে চলে যাচ্ছেন ভারতের হাজার হাজার যুবক। তবে পড়াশোনা শেষে চাকরির পেছনে না দৌড়ে অনেকেই ব্যবসা করেও সফলতার লাভ দেখছেন বাড়িতে বসে। আজ আমরা আপনাদের জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যার সাহায্যে খুব কম পরিশ্রমে দিনে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

Advertisements

আজ আমরা আপনাদের জন্য যে ছোট্ট ব্যবসায়িক পরিকল্পনাটি তুলে ধরতে চলেছি, সেটি আসলে ঘাসের ঝাড়ু বানানোর বিজনেস। দুর্দান্ত এই ব্যবসাটি সফলভাবে পরিচালনা করতে পারলে খুব সহজেই আপনি একজন উদ্দোগপতি হিসেবে পরিচিতি লাভ করবেন। এমনকি আপনার নিজের উপার্জনের পাশাপাশি অনেকেরই কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন আপনি।

Advertisements

চাহিদা এবং খরচ কেমন?

ঘাসের এই ঝাড়ুগুলো ২ থেকে ৩ মাস স্থায়ী হয় বলে এর চাহিদা বর্তমানে খুবই বেশি। আপনি প্রত্যেকটি বাড়িতে এর ব্যবহার দেখতে পাবেন। চাহিদার কথা মাথায় রেখে এটা বলা যায়, প্রত্যেকটি ঝাড়ু ৩৫ থেকে ৪০ টাকা পাইকারি মূল্যে খুব সহজেই ঝাড়ু বিক্রি করতে পারবেন। যেখানে আপনার একটি ঝাড়ু বানাতে সর্বোচ্চ ২৫ টাকা ব্যয় হবে। অর্থাৎ, প্রতিটি ঝাড়ু বানিয়ে আপনি ১০ থেকে ১৫ টাকা উপার্জন করতে পারবেন।

ঘাসের ঝাড়ু বানাতে কি কি উপকরণ লাগবে এবং বানানোর প্রক্রিয়া কি?

১. প্রথম জিনিসটি টাইগার গ্রাস
২. দ্বিতীয় জিনিসটি বাঁধাই তার
৩. তৃতীয় জিনিসটি হ্যান্ডেল
৪. চতুর্থ জিনিসটি হল প্লাস্টিকের পাউচ

ঘাসের ঝাড়ু বানানোর জন্য প্রথমে আপনাকে কোয়ালিটি সম্পন্ন টাইগার গ্রাস সংগ্রহ করতে হবে। যেগুলি আপনি বাজার থেকে ৮০-১০০ টাকা কেজি দরে কিনতে পারবেন। বাঁধাই করার জন্য তার আপনি ৪০-৫০ টাকা কেজিতে কিনতে পারবেন। এছাড়া প্লাস্টিকের পাউস ২০০-২৫০ টাকা কেজি এবং প্লাস্টিকের হ্যান্ডেল ৩-৪ টাকা পিস ধরে ক্রয় করতে পারবেন।

ঘাসের ঝাড়ু বানাতে হলে প্রথমে আপনাকে ৩০০ গ্রামের মত টাইগার গ্রাস নিয়ে তার মধ্যভাগে একটি এক হাত লম্বা শক্ত লাঠি ঢুকিয়ে দিতে হবে। এরপর বাজার থেকে কিনে আনা বাঁধাই তার দিয়ে লাঠির সাথে ঘাসগুলিকে শক্ত করে বেঁধে নিতে হবে। এরপর প্লাস্টিকের হ্যান্ডেলটি টাইট করে পরিয়ে দিতে হবে লাঠির উপর। এবার সেটি প্লাস্টিক প্যাকেটে ভরে বাজারজাত করতে হবে। কোয়ালিটি কন্ট্রোল করতে পারলে নিঃসন্দেহে আপনার ঝাড়ু হয়ে উঠবে বাজারের হট কেক।

Advertisements