এবার দেশের কোটি কোটি যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল মোদি সরকার। চাকরির জন্য অপেক্ষায় না থেকে বরং ব্যবসার দিকে তরুণদের উৎসাহিত করার জন্য বিশেষ যোজনা নিয়ে এলো। আজ্ঞে হ্যাঁ, তরুণদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে ‘PM মুদ্রা ঋণ যোজনা’ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যে যোজনার মাধ্যমে কোন গ্যারান্টি ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তরুণরা।
যেকোনো ব্যাংক থেকে ব্যবসার জন্য এই ঋণ গ্রহণ করতে পারবেন তারা। এর জন্য প্রথমে আপনাকে একটি ব্যবসার প্রোটোটাইপ তৈরি করতে হবে। সেটি ব্যাংকের ম্যানেজারের সাথে আলোচনা সাপেক্ষে দেখাতে হবে। এরপর আপনার ব্যবসার জন্য ৭৫ শতাংশ ঋণ কোনো গ্যারান্টি ছাড়াই দেবে ব্যাংক। অর্থাৎ যদি আপনার ব্যবসার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন হয়, তবে আপনি ব্যাংক থেকে ৭.৫ লাখ টাকার সহজ ঋণ গ্রহণ করতে পারবেন।
‘PM মুদ্রা ঋণ যোজনা’ ঋণের জন্য কিভাবে আবেদন করবেন?
১. প্রথমত আপনার বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলেই এই যোজনায় আবেদন করতে পারবেন আপনি।
২. PM মুদ্রা ঋণ যোজনা’-র সুবিধা গ্রহণ করতে হলে প্রথমে আপনাকে একটি ব্যবসার পরিকল্পনা করতে হবে।
৩. পরবর্তীতে সেটির প্রোটোটাইপ তৈরি করে ব্যাংকের ম্যানেজারকে বোঝাতে হবে আপনি এই ব্যবসা দ্বারা কতটা উন্নতি করতে পারেন।
৪. এরপর ব্যাংক থেকে একটি ফরম সংগ্রহ করে সমস্ত নথিপত্র দিয়ে সেটি পূরণ করতে হবে।
৫. যা ব্যাংক ম্যানেজারের কাছে জমা করলে কয়েক দিনের মধ্যে আপনার লোন স্যাংশন হবে।
উল্লেখ্য, PM মুদ্রা ঋণ যোজনা’-র মাধ্যমে নেওয়া লোন আপনাকে আগামী ৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।