দেশে লঞ্চ হল সেরা মাইলেজের ইলেকট্রিক স্কুটার! ফির্চাস এবং ড্যাশিং লুক পাগল করে তুলবে আপনাকে

এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের বিকল্প গাড়ি হিসেবে রাজ করতে শুরু করেছে ইলেকট্রিক স্কুটার। ধারাবাহিকতার নিয়ম ভেঙে হাতেগোনা কয়েকটি কোম্পানির গণ্ডি পার করে এখন…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের বিকল্প গাড়ি হিসেবে রাজ করতে শুরু করেছে ইলেকট্রিক স্কুটার। ধারাবাহিকতার নিয়ম ভেঙে হাতেগোনা কয়েকটি কোম্পানির গণ্ডি পার করে এখন একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক স্কুটার নির্মাণে মনোনিবেশ করেছে। শুধু তাই নয়, শক্তিশালী ইলেকট্রিক স্কুটার নির্মাণের ক্ষেত্রে Honda, TVS-এর মত জনপ্রিয় কোম্পানিগুলির সাথে রীতিমতো টক্কর দিচ্ছে। মূলত ভারতের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি ব্যবসার দ্বিতীয় রাস্তা হয়ে দাঁড়িয়েছে কোম্পানি গুলোর জন্য।

Advertisements

আজ আমরা আপনাদের সামনে এমন একটি ইলেকট্রিক স্কুটারের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি তার অবিশ্বাস্য ফির্চাস এবং কিলার লুক দিয়ে ইতিমধ্যে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতের বাজারে কাইনেটিক গ্রীন ফ্লেক্স নামে একটি দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হয়েছে। যা ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন গ্রাহকরা।

Advertisements

যদি কাইনেটিক গ্রীন ফ্লেক্স ইলেকট্রিক স্কুটারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এটি তার শক্তিশালী ব্যাটারির জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। এই নিবন্ধে আমরা আপনাদের বলি, এতে 3.1kWh লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সাহায্য করে স্কুটারটিকে। এখানেই শেষ নয়, 1200W-এর শক্তিশালী মোটরের সাহায্যে এই স্কুটারটির সর্বোচ্চ 72 কিলোমিটার গতিতে ছুটতে পারে।

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, তবে সমস্ত ট্যাক্স প্রদান করার পর ইলেকট্রিক স্কুটারটির অন রোড মূল্য 1.5 লাখ টাকা। এছাড়া যদি এর অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কন্সোল, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, পুশ-বটন স্টার্ট, অ্যান্টি-রবিং অ্যালার্ম, রাইড-হোম মোডের মত ফির্চাস দেখতে পাবেন।

Advertisements