পৃথিবীর মহামূল্যবান ধাতু গুলির মধ্যে সোনা অন্যতম। আপনারা জানলে অবাক হবেন, একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা উন্নত তা নির্ভর করে এই ধাতুর উপরেই। অর্থাৎ যে দেশের কাছে যত বেশি সোনা গচ্ছিত রয়েছে, সেই দেশ অর্থনৈতিকভাবে তত বেশি উন্নত। আর এই কারণে পৃথিবীর প্রত্যেকটি দেশ নিরাপদ স্থানে গড়ে তোলে স্বর্ণের ভান্ডার। আর সেই স্বর্ণের ভান্ডারের উপর নির্ভর করে গড়ে ওঠে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা।
আপনার নিঃসন্দেহে দেখেছেন, ভারতীয় মহিলাদের স্বর্ণের প্রতি কতটা আকর্ষণ। প্রত্যেকটি মেয়ে সোনার অলংকার পরতে ভালোবাসেন। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য অনেকেই সোনা গচ্ছিত করে রাখেন। যাতে দুঃসময়ে সেই সোনা বিক্রি করে সমস্যার সমাধান করা যায়। আজ আমরা এই নিবন্ধে এমন কয়েকটি দেশ সম্পর্কে জানাতে চলেছি, যাদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা গচ্ছিত রয়েছে।
প্রতিটি দেশের গচ্ছিত স্বর্ণের হিসাব রাখা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দেওয়া তথ্য অনুসারে বিশ্বের সর্বাধিক সোনা গচ্ছিত রয়েছে আমেরিকার কাছে। যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সর্বাধিক সোনা গচ্ছিত থাকা ১০টি দেশের তালিকা-
১. মার্কিন যুক্তরাষ্ট্র- ৮,১৩৩ মেট্রিক টন
২. জার্মানি- ৩,৩৬৩.৬ মেট্রিক টন
৩. ইতালি- ২,৪৫১.৮ মেট্রিক টন
৪. ফ্রান্স- ২,৪৩৬ মেট্রিক টন
৫. চীন- ১,৯৪৮.৩ মেট্রিক টন
৬. রাশিয়া- ১,০৪০ মেট্রিক টন
৭. সুইজারল্যান্ড- ১,০৪০ মেট্রিক টন
৮. জাপান- ৭৬৫.২ মেট্রিক টন
৯. ভারত- ৬৫৩ মেট্রিক টন
১০. নেদারল্যান্ড- ৬১২.৫ মেট্রিক টন