Web Series না কামসূত্র ধরতে পারবেন না, অঙ্কিতা সিংয়ের Malai Part 2 টোটালি বড়দের জন্য

এই ওয়েব সিরিজ বড়দের সামনে একেবারেই দেখা যাবে না। আর একা দেখলেও দরকার হেডফোন। একের পর এক যা সব দৃশ্য রয়েছে তাতে রাতের ঘুম ছুটে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

এই ওয়েব সিরিজ বড়দের সামনে একেবারেই দেখা যাবে না। আর একা দেখলেও দরকার হেডফোন। একের পর এক যা সব দৃশ্য রয়েছে তাতে রাতের ঘুম ছুটে যাওয়ার উপক্রম হতে পারে। কোন ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের কী নাম, অভিনয়ে কে রয়েছেন ইত্যাদি সবই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

Advertisements

লকডাউন উঠে যাওয়ার পর থেকে ওয়েব সিরিজে ধীরে ধীরে কমতে শুরু করেছে দর্শক সংখ্যা। পশ্চিম দেশের পাশাপাশি ভারতেও এখন আগের থেকে ওয়েব সিরিজ দেখার চল কমেছে বলে মনে করা হচ্ছে। অনেক ওয়েব সিরিজ প্রকাশক কোম্পানি বদল করেছে নিজেদের গ্রাহক ধরে রাখার পরিকল্পনা। এর মধ্যেও রয়েছে ব্যতিক্রমী। Ullu এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দর্শক রয়েছে দিনের পর দিন। সৌজন্যে তাদের বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ।

Advertisements

Ullu ওয়েব সিরিজ কেন একা দেখা দরকার সেটা অনেকেই হয়তো জানেন। আবার অনেকে না-ও জানতে পারেন। উল্লু হল এমন একটি OTT প্ল্যাটফর্ম যেখানে মূলত ১৮+ ওয়েব সিরিজ রিলিজ করা হয়। বোল্ড সিন ছাড়াও অবশ্য সিরিজগুলোর স্টোরি আলাদা করে উল্লেখ করা দরকার। কারণ সেখানে দেখানো গল্পে থাকে রোমান্স, থ্রিলার, ক্রাইম সহ সমাজের বিভিন্ন দিন। উল্লুর মালাই অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ। ইতিমধ্যে এর দুটি পার্ট প্রকাশ পেয়েছে নেট মাধ্যমে। কয়েক দিনের পুরনো হলেও নেটিজেনদের মধ্যে এখনও চর্চায় রয়েছে Malai Part 2।

Malai এমন এক মহিলার গল্প যার আকাঙ্ক্ষা আকাশ ছোঁয়া। একজন প্রেমময় স্বামী থাকা সত্ত্বেও তিনি বিশ্বাসঘাতকতার জালে জড়িয়ে পড়েন এবং এমনকি অকল্পনীয় কিছু কাজ করে এটিকে আরও এক ধাপ উপরে নিয়ে যান। বস্তুত Malai Part 2 ওয়েব সিরিজে দেখানো হয়েছে একজন স্বামী ছাড়া স্ত্রীর শারীরিক চাহিদা কতটা বৃদ্ধি পেতে পারে। চাহিদা মেটানোর জন্য ভুল পথেও চালিত হয়েছে পর্দায় দেখানো বাড়ির বউ। Malai Part 2 তে মুখ্য চরিত্রে রয়েছে অঙ্কিতা সিং। বাড়ির বউ কি পারবে সঠিক পথে ফিরে আসতে? জানতে হলে দেখতে হবে।

Advertisements