ওয়েব সিরিজ প্রেমী এবং নেটিজেনদের একাংশের মধ্যে সম্প্রতি আলোচনায় রয়েছে আরও একটি ওয়েব সিরিজ। এটিও Ullu’র পক্ষ থেকে রিলিজ করা হয়েছে। Ullu Originals App থেকে চাইলে দেখে নিতে পারবেন জনপ্রিয় ওয়েব সিরিজ Jabran। ইতিমধ্যে Ullu Web Series Jabran এর দুটি পার্ট মুক্তি পেয়েছে নেট মাধ্যমে। আসুন জেনে নেওয়া যাক OTT প্ল্যাটফর্মে অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ Jabran সম্পর্কে কিছু কথা।
ওয়েব সিরিজটির শুরুতে দেখা গিয়েছে, একজন পুরুষ একটি সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিয়ের পর যথারীতি শুরু হয় প্রেম পর্ব। এখন থেকে সমস্যার শুরু। স্বামীর সঙ্গে সময় কাটাতে খুব একটা ভালো লাগে না স্ত্রীর। যার ফলে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নতুন বিয়ে করা সেই মেয়েটি। এরপর আবার টুইস্ট। নিজের স্বামীকে আবার ফিরে পেতে মন চায় তার। তখন সে বেছে নেয় ভুল পথ। সেই ভুল পথটি কী তা জানার জন্য উল্লুর এই ওয়েব সিরিজ দেখতে হবে প্রথম থেকে।
ওয়েব সিরিজটির মুখ্য চরিত্রে দেখতে পাবেন ডোনা মুন্সি এবং মাহি খানকে। এই দুই অভিনেত্রী সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। নেটিজেনদের অনেকের কাছেই দুজনে বেশ জনপ্রিয়। ছোটো পর্দায় দুজনেই নিজেকে প্রমাণ করেছেন ইতিপূর্বে। ইউটিউবে রয়েছে দুটি পার্টের ট্রেলার। গল্প সম্পর্কে আভাস পেতে ইউটিউব থেকে যে কোনো ট্রেলার দেখে নিতে পারেন একবার।
সিরিজের কিছু দৃশ্য দর্শকদের বিচলিত করতে পারে। কিন্তু এটাও ঠিক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন নতুন নয়। এরকম জটিল সম্পর্ককে কীভাবে ট্যাকেল করতে হয় বা পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে ব্যাপারে জাবরান ওয়েব সিরিজে কিছু আভাস দেওয়া আছে। বোল্ড সিন ব্যতীত সিরিজের মূল গল্পের দিকে চোখ রাখলে হয়তো আরো অনেক কিছু বোঝা যাবে। তবে হ্যাঁ, আলোচনার জায়গা অনেকটা রয়েছে।