Web series : ফার্মহাউসের মধ্যেই বাঁধনছাড়া রোমান্স, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না ভিডিও

ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এসে গেছে সোশ্যাল মিডিয়ায় বেশ চলছে। বর্তমানে হাতে কারুর সময় নেই। সময় না থাকার জন্য বড় বড় সিনেমা কেউই এখন দেখতে…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এসে গেছে সোশ্যাল মিডিয়ায় বেশ চলছে। বর্তমানে হাতে কারুর সময় নেই। সময় না থাকার জন্য বড় বড় সিনেমা কেউই এখন দেখতে চায় না। মানুষের ধৈর্য অনেকটা কমে গেছে, তাইতো ছোট ছোট সিনেমা এবং ওয়েব সিরিজ মানুষের এতটাই ভালো লাগার বিষয়ে পরিণত হয়েছে। শেষ করে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ধরনের ছোট ছোট সিনেমাগুলি দেখতে বেশ পছন্দ করেন।

Advertisements

সম্প্রতি আরও একটি ওয়েব সিরিজ নিয়ে মানুষ কিন্তু বেশ উত্তেজিত। ডিসেম্বর এর শীতেও কিন্তু এই ওয়েব সিরিজ দেখলে রীতিমতন গা দিয়ে ঘাম গড়াবে। আগেকার দিনে এই সমস্ত উত্তেজনাপূর্ণ অনুষ্ঠানগুলো কিন্তু খুব সহজে হাতের নাগালে আসতো না, তার জন্য কিন্তু অনেক অপেক্ষা করতে হতো এবং অনেক কাঠ খড় পোড়াতে হত, বর্তমানে কিন্তু হাতে এমন একটা মোবাইল ফোন থাকলেই খুব সহজেই ওয়েবসাইটগুলি দেখতে পাওয়া যায়।

Advertisements

এখন এই ধরনের সিনেমাগুলো কিন্তু খুব সহজেই আপনি একটা মুঠোফোনের মধ্যে দিয়ে পেয়ে যাবেন, তবে অবশ্যই সিনেমাগুলি দেখতে প্রাইভেসি মেইনন্টেইন করতে হবে। একা একা দেখতে পারলে তবেই আপনি এই সিনেমাগুলোর পেশ করে মজা নিতে পারবেন না, হলেই কিন্তু একেবারে সিনেমা দেখার প্ল্যানটাই, ভেসতে যেতে পারে, তাই তো এই শীতের রাতে যদি গা গরম করতে হয়, তাহলে এই ওয়েব সিরিজ গুলো দেখে ফেলুন।

the light year film নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি কিন্তু সর্বত্র পৌঁছে গেছে। আর ভিডিওটি একবার দেখে কিন্তু মানুষের বারবার দেখতে ইচ্ছা করবে এতটাই রহস্য রোমাঞ্চ আছে। ‘orange liily’ নামের এই ওয়েব সিরিজ এর রিলিজ হয়েছে, যা দেখেই কিন্তু সকলে বেশ অবাক হয়ে গেছেন। এখনও পর্যন্ত ২৩ হাজার মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। প্রথমেই দেখানো হচ্ছে, প্রতীক নামের এক যুবক। তার বউ লিলির সঙ্গে সে একটা রোমান্টিক সময় কাটাচ্ছেন। তারা রয়েছেন ফার্ম হাউসে। পরে উকিল বাবু প্রতীক তার হারিয়ে যাওয়া বৌকে খুঁজে বেড়াচ্ছেন। সত্যি সত্যি কি তার বউকে খুঁজে পাওয়া যাবে? এখানে অভিনয় করেছেন মীরা জোশি, অভিনীত পাংগে আরো অনেকে। টান টান উত্তেজনার সাথে রয়েছে রোমাঞ্চ। আপনিও দেখে নিন ভিডিও –

Advertisements