প্রত্যাশার চেয়ে কম দামে বিক্রি হচ্ছে Oppo-র এই 5G ফোন, জেনে নিন বিস্তারিত

এই মুহূর্তে যদি আপনি বাজারের সেরা 5G স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের নিবন্ধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি বাজারের সেরা 5G স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের নিবন্ধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য বাজারের সেরা 5G স্মার্টফোনের ওপর অবিশ্বাস্য ডিসকাউন্ট নিয়ে এসেছি। যেখানে আপনি চাইলে স্মার্টফোনটি অর্ধেক দামে ক্রয় করতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, অনলাইন শপিং সেন্টার Flipkart পুজোর আগেই দিচ্ছে বাম্পার ডিস্কাউন্ট। 38,999 টাকার শক্তিশালী স্মার্টফোন বিক্রি হচ্ছে মাত্র 23,999 টাকায়।

Advertisements

আজকের নিবন্ধের শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Oppo Reno 8T 5G স্মার্টফোনের উপর এই অবিশ্বাস্য ডিসকাউন্ট দিচ্ছে Flipkart। উল্লেখ্য, বর্তমানে 8GB RAM এবং 128GB অভ্যন্তরীণ স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটির বিক্রয় মূল্য 38,999 টাকা থাকলেও Flipkart শক্তিশালী এই স্মার্টফোনের ওপর সরাসরি 38 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। যার ফলে আপনি চাইলে 38,999 টাকার শক্তিশালী স্মার্টফোনটি মাত্র 23,999 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements

এই নিবন্ধে আমরা যদি Oppo Reno 8T 5G স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে আপনি 360Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.7-ইঞ্চির ফুল-এইচডি + ডিসপ্লে দেখতে পাবেন Oppo Reno 8T 5G স্মার্টফোনে। পাশাপাশি প্রসেসর হিসেবে দেখতে পাবেন Qualcomm Snapdragon 695-এর শক্তিশালী চিপসেট। 128GB ইন্টারনাল মেমোরির পাশাপাশি আপনি 1TB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন ফোনটিতে। তাছাড়া এই ফোনে আপনি 108MP প্রাইমারি সেন্সর, 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সর ক্যামেরা দেখতে পাবেন। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

Advertisements