দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতসহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে আইফোনের লেটেস্ট মডেল iPhone 15 Pro Max। যার ফার্স্ট কপি কেনার জন্য লঞ্চের আগে থেকেই শোরুমের সামনে লাইন দিতে শুরু করেছিলেন গ্রাহকরা। প্রত্যাশাগত মনে করা হয়েছিল, আইফোনের এই নতুন স্মার্টফোনে একাধিক চোখ ধাঁধানো ফির্চাস দেখা যাবে। তবে শুরুতেই আশা ভঙ্গ করেছে iPhone 15 Pro Max। সামান্য কিছু পরিবর্তন ছাড়া চোখে পড়ার মতো এর ফির্চাস-এ কোনো বৃহৎ পরিবর্তন করা হয়নি এই স্মার্টফোনে।
তবে সম্প্রতি ইউটিউব পাড়ায় প্রকাশিত এক ভিডিও আইফোনের গ্রাহকদের আরও হতাশায় ফেলেছে। অত্যন্ত দামি ফোন হওয়ার কারণে বিগত ৭ বছরে কেউ আইফোনের কোন মডেলের ড্যুরেবিলিটি টেস্ট করেনি। তবে সম্প্রতি জনপ্রিয় টেক ইউটিউবার JerryRigEverything সদ্য লঞ্চ হওয়া iPhone 15 Pro Max স্মার্টফোনের ড্যুরেবিলিটি টেস্ট করেছে এবং তার ভিডিও আপলোড করেছে ইউটিউব পাড়ায়। যা দেখে ইতিমধ্যে হতাশ হতে শুরু করেছেন আইফোন লাভাররা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, iPhone 15 Pro Max স্মার্টফোনে ড্যুরেবিলিটি টেস্টের সময় আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখা গেছে। শুরুতে কোনরকম সমস্যা না ঘটলেও ৫ সেকেন্ডের মধ্যে আইফোনের আসল রূপ বেরিয়ে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ড্যুরেবিলিটি টেস্ট করার সময় iPhone 15 Pro Max স্মার্টফোনের ব্যাক প্যানেল ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। যদিও মোবাইল নির্মাণকারী সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছিল, তাদের এই বিস্ময়কর স্মার্টফোনটি নির্মাণে অ্যারোস্পেস-গ্রেডের টাইটেনিয়ম ব্যবহার করা হয়েছে। তবে ড্যুরেবিলিটি টেস্টের সময় সম্পূর্ণ অন্য তথ্য প্রকাশ্যে এসেছে।